শিক্ষার আলো ডেস্ক
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলি চালুর উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
গত অক্টোবরে এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়ে মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের ব্যক্তিদের উপস্থিতিতে একটি সভা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছে সরকার। এ বিষয়ে বদলির নীতিমালার একটি খসড়া করবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)। তারপর সেটি যাচাই-বাছাই করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
সম্প্রতি এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) রবিউল আলম গণমাধ্যমকে বলেন, বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের বদলির বিষয়ে সরকার নমনীয়। মন্ত্রণালয় চাইছে, তাদের বদলি প্রক্রিয়া শুরু হোক।
তিনি বলেন, বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ নিলে নানা জটিলতাও তৈরি হতে পারে। যেমন অনেকে নামি স্কুলে বদলি হয়ে আসতে চাইবে। এ কারণে খসড়া নীতিমালাও ব্যাপক পরিবর্তন আসতে পারে।
Discussion about this post