শিক্ষার আলো ডেস্ক
বিশ্বসেরা বিজ্ঞানী ও গবেষকদের তালিকা আলপার ডগার (এডি) “সায়েন্টিফিক ইনডেক্স র্যাংকিং–২০২৪” এ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ১১৭ জন গবেষক স্থান পেয়েছেন। র্যাংকিংয়ে সারা বিশ্বের ২২ হাজার ৭৭৪টি বিশ্ববিদ্যালয় থেকে ১৪ লাখ ৪৩ হাজার ৯১ জন বিজ্ঞানী ও গবেষক আছেন।
এডি সায়েন্টিফিক ইনডেক্সের অফিসিয়াল ওয়েবপেজে এই তালিকা প্রকাশিত হয়।
এ বছরে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে গবেষকদের মধ্যে প্রথম স্থানে আছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকাবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম। তিনি মৃত্তিকা বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান ও উদ্ভিদপুষ্টি বিষয়ে গবেষণা করে পবিপ্রবিতে প্রথম, বাংলাদেশে ১৫তম, এশিয়া মহাদেশের মধ্যে ৯ হাজার ৪৮৩তম এবং বিশ্বের মধ্যে ৭২ হাজার ২১৪তম হয়েছেন। দ্বিতীয় অবস্থানে আছেন এম সামসুজ্জামান (বাংলাদেশে ১২৭তম)। ৩য় অবস্থানে আছেন মোহাম্মদ এবি সিদ্দিক (বাংলাদেশে ১৭৩ তম)।
‘আলপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স’ এমন একটি জরিপ যেখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও দেশের গবেষকদের অ্যাকাডেমিক প্রকাশনায় তাদের কর্মদক্ষতাকে স্থান দেওয়া হয়। বিজ্ঞানী ও গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের গত ছয় বছরের গবেষণার এইচ-ইনডেক্স, আইটেন-ইনডেক্স ও সাইটেশন স্কোরের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করে থাকে এডি সায়েন্টিফিক। বিশ্বের সেরা গবেষক, মহাদেশভিত্তিক সেরা গবেষক এবং দেশভিত্তিক সেরা গবেষকের তালিকা প্রকাশ করা হয় এই র্যাংকিংয়ে।
আরও পড়ুন-বিশ্বসেরা গবেষক তালিকায় রাবির ২৩৭ জন শিক্ষক-শিক্ষার্থী
এবার সেরা বিজ্ঞানী ও গবেষক তালিকায় সারা বিশ্বের মধ্যে শীর্ষে অবস্থান করছেন দক্ষিণ কোরিয়ার ইয়ং পুক ন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক এইচ. জে. কিম। একক বিশ্ববিদ্যালয় হতে সর্বাধিক সংখ্যক গবেষক হিসেবে উক্ত তালিকায় প্রথম স্থানে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়।
এবারের জরিপে এশিয়া মহাদেশ থেকে ৪ লাখ ৩৬ হাজার ২১৭ জন এবং বাংলাদেশ থেকে ১০ হাজার ৩৩ জন বিজ্ঞানী ও গবেষক আছেন । ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ৬৬৫ জন এ তালিকায় স্থান করে নিয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেই আছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) যেখান থেকে তালিকায় জায়গা পেয়েছেন ৫০৩ জন। এরপরই তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয় নর্থ সাউথ ইউনিভার্সিটি । এ বিশ্ববিদ্যালয়ের ৪৮৩ জন বিজ্ঞানী ও গবেষক স্থান করে নিয়েছেন প্রকাশিত তালিকায়।
Discussion about this post