শিক্ষার আলো ডেস্ক
ভূমিধ্বস বিজয়ের মাধ্যমে টানা চতুর্থবারের মতো সরকার গঠন করতে যাচ্ছে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ, ২০০৮ সাল থেকে অনুষ্ঠিত হওয়া চারটি নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দলটি। আবারও প্রধানমন্ত্রী নিশ্চিতভাবেই শেখ হাসিনা।
স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের পর ১৯৭৩ সালে প্রথম নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতায় নিয়ে ক্ষমতায় আসে স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ।
এরপর প্রায় দেড় দশকের সামরিক শাসন এবং আরো দশ বছর সংসদীয় গণতন্ত্রের আড়ালে ধর্মীয় চরমপন্থিদের উত্থানের সময় বেশ ভুগতে হয়েছিলো দেশের প্রধান রাজনৈতিক দলটিকে।
কিন্তু ২০০৮ সাল থেকে রাজনৈতিকভাবে দৃঢ় ও সংগঠিত আওয়ামী লীগের সামনে আর দাঁড়াতেই পারেনি সামরিক শাসকদের হাতে তৈরি এবং ধর্মীয় মতাদর্শের ওপর গড়ে ওঠা রাজনৈতিক দলগুলো।
রোববার অনুষ্ঠিত হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ পেয়েছে ২২৫ আসন বা তিন চতুর্থাংশ। বাকী আসনগুলোর মধ্যে স্বতন্ত্র ৬১, জাতীয় পার্টি ১১ ও কল্যাণ পার্টি পেয়েছে ১টি আসন।
৩০০ সংসদীয় আসনের মধ্যে এক প্রার্থীর মৃত্যুতে একটি আসনে ভোট হয়নি, আর এক আসনের একটি কেন্দ্রে ভোট স্থগিত থাকায় ফল ঘোষণা করা হয়নি।
রোববার অনুষ্ঠিত হয়ে যাওয়া নির্বাচনকে বাংলাদেশের ইতিহাসে অন্যতম সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের নজির স্থাপনকারী হিসেবে দেশি-বিদেশি পর্যবেক্ষকরা। ৪০ শতাংশের মতো ভোট পড়েছে, যা স্বস্তি দিয়েছে নির্বাচন আয়োজকদের।
অংশগ্রহণমূলক ভোটের স্বার্থে এবারের নির্বাচনের শুরুতেই দলীয় নেতাদের জন্য স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগ উন্মুক্ত করে দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তাই এবার রেকর্ড সংখ্যক স্বতন্ত্র প্রার্থী দেখা যায় ভোটের মাঠে। জাতীয় পার্টির পাশাপাশি আওয়ামী লীগেরও অনেক প্রার্থীকে নাকানিচুবানি খেতে হয়েছে স্বতন্ত্রের হাতে। এদের মধ্যে রয়েছেন কয়েকবার নির্বাচিত হওয়া অনেক সংসদ সদস্য।
মোট সংসদীয় আসনের প্রায় ২০ শতাংশ জিতেছে স্বতন্ত্র প্রার্থীরা। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে এর আগে আর কখনো এতো স্বতন্ত্র সংসদ সদস্য দেখা যায় নি।
নির্বাচন কমিশন থেকে গেজেট প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেবেন। এরপর সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে সরকার গঠনের আহŸান জানাবেন রাষ্ট্রপতি।
টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হতে যাওয়া শেখ হাসিনা এই নিয়ে হবেন পাঁচবারের প্রধানমন্ত্রী। তিনি বিশ্বের সবচেয়ে দীর্ঘ সময়ে নারী প্রধানমন্ত্রী, দক্ষিণ এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময়ের সরকার প্রধানও।
এবারের নির্বাচনী ইশতেহারে স্মার্ট বাংলাদেশে গঠনের প্রুতিশ্রুতি দিয়েছে আওয়ামী লীগ। গত ১৫ বছরে বাংলাদেশকে দারিদ্রমুক্ত ও অবকাঠামো উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশর উন্নয়ন মডেল আলোচিত হচ্ছে বহু দেশে।
টানা চতুর্থবারের জয়ে ইতোমধ্যেই শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারত, চীন, রাশিয়া, ভুটান, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, ব্রাজিল, মরক্কোসহ বিভিন্ন দেশ।
Discussion about this post