শিক্ষার আলো ডেস্ক
তীব্র শীত ও শৈত্য প্রবাহের কারণে রাজশাহীতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ থাকবে। শনিবার (২০ জানুয়ারি) সংশ্লিষ্ট দফতর থেকে পৃথকভাবে এই ঘোষণা দেওয়া হয়েছে।
জানা গেছে, তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাওয়ায় আজ রবিবার (২১ জানুয়ারি) ও সোমবার (২২ জানুয়ারি) রাজশাহীর মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের ভারপ্রাপ্ত উপপরিচালক ড. শরমিন ফেরদৌস চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।
আদেশে উল্লেখ করা হয়েছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর (মাউশি) এর নির্দেশনা মোতাবেক ও বাংলাদেশ আবহাওয়া অধিদফতর থেকে পাওয়া তথ্য মোতাবেক আগামী ২১ ও ২২ জানুয়ারি রাজশাহী জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে থাকবে। ফলে এ দুইদিন রাজশাহী জেলার সকল মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হলো।
এদিকে রাজশাহী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, শুধু রবিবার (২১ জানুয়ারি) প্রাথমিক স্কুল বন্ধ থাকবে। তাপমাত্রা যদি এমন থাকে তবে সোমবার (২২ জানুয়ারি) আবার নতুন করে ঘোষণা দেওয়া হবে।
Discussion about this post