শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
এবারের প্রকাশিত ফলে জাতীয় মেধায় প্রথম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের ছাত্রী তানজিম মুনতাকা সর্বা। তার মোট প্রাপ্ত নম্বর ৯২.৫। দ্বিতীয় স্থান অধিকার করেছেন নটর ডেম কলেজের শিক্ষার্থী তাজওয়ার হাসনাত তোহা। তৃতীয় স্থান অধিকার করেছেন আহমদ আব্দুল্লাহ জামি। তিনি চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ছিলেন।
আরও পড়ুন-মেডিকেল ভর্তিতে প্রথম হলিক্রস ছাত্রী তানজিম মুনতাকা
চতুর্থ স্থান অধিকার করেছেন মাশকুরা খন্দকার মেধা। তিনি রাজউক উত্তরা মডেল কলেজের শিক্ষার্থী ছিলেন। পঞ্চম স্থান অধিকার করেছেন হলিক্রস কলেজের শিক্ষার্থী মোছা: ফাওজিয়া ফারিহা এবং জাতীয় মেধায় সপ্তম স্থান অধিকার করেছেন বগুড়ার মেয়ে রাবেয়া খাতুন রুমা। তিনি শেরউড ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজের শিক্ষার্থী ছিলেন।
Discussion about this post