শিক্ষার আলো ডেস্ক
২০২৩-২৪ শিক্ষাবর্ষে দেশের সরকারি মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আর এতে উত্তীর্ণ হয়েছেন ৫৩৮০ জন ভর্তিচ্ছু।
এতে নীলফামারীর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ৪১ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
আজ রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর জানা গেছে সৈয়দপুর বিজ্ঞান কলেজ থেকে ৪১ জন শিক্ষার্থী দেশের বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
আরো পড়ুন-মেডিকেল ভর্তি : দ্বিতীয় নটরডেমের তোহা, তৃতীয় চট্টগ্রাম কলেজের জামি
চলতি বছর সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শুধুমাত্র বিজ্ঞান বিভাগে ২২৬ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেছেন ২২৩ জন। জিপিএ-৫ পান ১৫৭ জন। এর মধ্যে এবার ৪১ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন।
Discussion about this post