অনলাইন ডেস্ক
মানব মস্তিষ্কে বিস্ময়কর মাত্রার প্লাস্টিক পাওয়া গেছে। ২০২৪ সালের গোড়ার দিকে ময়নাতদন্তে মানব মস্তিষ্কের নমুনাগুলোতে যত প্লাস্টিককণা পাওয়া গেছে, তা আট বছর আগে সংগৃহীত নমুনার তুলনায় অনেক বেশি। একটি জার্নালে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
গবেষণার প্রধান লেখক আলবুকার্কের নিউ মেক্সিকো বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল সায়েন্সের অধ্যাপক ম্যাথিউ ক্যাম্পেন বলেছেন, ‘আমরা স্বাভাবিক ব্যক্তির মস্তিষ্কের টিস্যুতে প্রতি গ্রামে ৪ হাজার ৮০০ মাইক্রোগ্রাম প্লাস্টিক পেয়েছি। এটি মস্তিষ্কের মোট ওজনের শূন্য দশমিক ৫ শতাংশ।
এটি ২০১৬ সালের ময়নাতদন্তে মস্তিষ্কে পাওয়া প্লাস্টিকের নমুনার তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি। এর মানে হলো, আমাদের মস্তিষ্কের ৯৯.৫ শতাংশ মস্তিষ্ক এবং বাকিটা প্লাস্টিক।’ ৪৫ থেকে ৫০ বছর বয়সীদের ওপর এ গবেষণা চালানো হয়েছে।
তবে নিউ জার্সির পিসকাটাওয়ের রাটগার্স বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি ও টক্সিকোলজির সহযোগী অধ্যাপক ফোবি স্ট্যাপলটন বলেন, ‘এই বৃদ্ধি শুধু পরিমাণে দৃশ্যমান এবং মস্তিষ্কের ক্ষতি সম্পর্কে তা কোনো তথ্য প্রদান করে না।’
আরো পড়ুন-এক লিটারের বোতলে আড়াই লাখ প্লাস্টিক কণা!
তিনি বলেন, এটি স্পষ্ট নয় যে এই প্লাস্টিক কণাগুলো তরল অথবা তা মস্তিষ্কে প্রবেশ করে এবং ছেড়ে যায় কিনা, নাকি তারা স্নায়বিক টিস্যুতে সংগ্রহ করে এবং রোগের কারণ হয়। কোষের সঙ্গে কণাগুলো কীভাবে মিথস্ক্রিয়া করতে পারে এবং এর কোনো বিষাক্ত ফলাফল আছে কিনা, তা বোঝার জন্য আরও গবেষণা প্রয়োজন। মানব দেহের কিডনি ও লিভারের নমুনার তুলনায় মস্তিষ্কে ৭ থেকে ৩০ শতাংশ বেশি প্লাস্টিক কণা রয়েছে
খবর -সিএনএন।
Discussion about this post