মারুফ রানা
অনার এক্স৮সি ফোনের মাধ্যমে স্মার্টফোন বাজারে স্টাইলিশ একইসাথে অত্যাধুনিক ডিভাইসের নতুন মানদণ্ড স্থাপন করতে যাচ্ছে শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অনার বাংলাদেশ। শীঘ্রই বাংলাদেশের বাজারে এই স্টাইলিশ স্মার্টফোন নিয়ে আসবে অনার। প্রি-বুকিংয়ের সাথে থাকছে দুর্দান্ত অফার। প্রি-বুকিং চলাকালীন গ্রাহকরা বর্তমানে ব্যবহার করছেন এমন যেকোনো ব্র্যান্ডের ফোন এক্স৮সি ফোনের সাথে এক্সচেঞ্জ করার সুযোগ পাবেন। সেক্ষেত্রে এক্সচেঞ্জকৃত ফোনের মূল্য এক্স৮সি ফোনের মূল্য থেকে ছাড় দেওয়া হবে।
নান্দনিকতার পাশাপাশি দুর্দান্ত পারফরম্যান্স নিশ্চিত করতে এই ফোনে রয়েছে ৫১২ জিবি ইন্টারনাল স্টোরেজ, ১৬জিবি র্যাম (৮+৮ এক্সটেন্ডেড), ৫ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল ক্যামেরা সহ ১০৮ মেগাপিক্সেলের এআই-সমর্থিত রিয়ার ক্যামেরা এবং ফ্ল্যাশসহ ৫০ মেগাপিক্সেল ওয়াইড-অ্যাঙ্গেল সেলফি ক্যামেরা। এই ডিভাইসের ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে অনার। “দ্যা ওয়ার্ল্ডস ফেভারিট কালার” হিসেবে স্বীকৃত মার্স গ্রিন কালার থেকে অনুপ্রাণিত হয়ে এই ফোন ডিজাইন করা হয়েছে। ব্যবহারকারীদের বৈচিত্র্যময় স্টাইল ও প্রয়োজন বিবেচনায় নিয়ে এই ফোনটি তিনটি আকর্ষণীয় রঙে নিয়ে আসা হয়েছে – মিডনাইট ব্ল্যাক, মুনলাইট হোয়াইট ও ক্লাউড পার্পল।
আরো পড়ুন-১৮ হাজার টাকার মধ্যে পানিরোধী স্মার্টফোন সি৭৫এক্স আনল রিয়েলমি
অনার এক্স৮সি ফোনের প্রি-বুকিং ২৪ এপ্রিল (বৃহস্পতিবার) থেকে শুরু হয়েছে এবং আগামী ২ মে (শুক্রবার) পর্যন্ত চলবে। ফোনটি আনুষ্ঠানিকভাবে আগামী ২ মে থেকে বাজারে পাওয়া যাবে। স্মার্টফোন প্রেমীরা প্রি-বুকিংয়ের তারিখ থেকে অনারের এক্সপেরিয়েন্স শপে সরাসরি ডিভাইসটি ব্যবহার করার সুযোগ পাবেন। যেসব গ্রাহকরা ডিভাইসটি প্রি-বুক করবেন তারা নির্ধারিত ব্যাংক থেকে তিন মাসের জন্য সুদবিহীন ইএমআই (কিস্তি) ও ক্রয় পরবর্তী ১৮০ দিনের জন্য বিনামূল্যে ডিসপ্লে রিপ্লেসমেন্ট সুবিধা উপভোগ করতে পারবেন; সাথে উপহার হিসেবে পাবেন এএনসি ও প্রিমিয়াম সাউন্ড কোয়ালিটি সম্বলিত অনার চয়েস এক্স৭ লাইট ইয়ারবাড।
আরও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন: https://smart-honor.com।
Discussion about this post