স্যামসাং দেশের বাজারে গ্যালাক্সি এ-৫১ মডেলের একটি স্মার্টফোন এনেছে।
ডিভাইসটি টেকশহর রিভিউ টিম বেশ কয়েকদিন ব্যবহার করে। এরপর সেটির রিভিউ করেছে। সেখানে ফোনটির ভালো ও মন্দ দুটি দিক উঠে এসেছে।
ডিভাইসটিতে রয়েছে স্যামসাংয়ের নিজস্ব এক্সাইনোস ৯৬১১ চিপসেট। ৬.৫ ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে।
ট্রেন্ডে গা এবার স্যামসাংও ভাসিয়েছে। তাই ফোনটিতে দিয়েছে চার ক্যামেরা সেটআপ। তবে ফোনটির সামনে একটিই ক্যামেরা থাকছে।
ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ৪ ও ৬ জিবি দুটি র্যামের সংস্করণে পাওয়া যাচ্ছে।
ব্যাটারি রয়েছে ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারের।
দেশের বাজারে ফোনটির দাম রাখা হচ্ছে ২৯ হাজার ৯৯৯ টাকা।
Discussion about this post