তথ্যপ্রযুক্তি ডেস্ক
মেটা ফেসবুকে মাল্টিপল পারসনাল প্রোফাইলস ফিচার অর্থাৎ একাধিক ব্যক্তিগত প্রোফাইল ফিচার চালু করেছে। এই ফিচারটি চালু হওয়ার পর একজন ব্যবহারকারী ফেসবুকে চারটি প্রোফাইল তৈরি করতে পারবেন।
এমনটাই জানান দিয়েছে ফেসবুক মেটা বিজনেস। মেটার ঘোষণায় বলা হয়েছে, প্রতিটি প্রোফাইলে থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ের কন্টেন্ট। একইসঙ্গে কোনো প্রকার লগ ইন ছাড়াই একটি প্রোফাইল থেকে আরেকটি প্রোফাইলে সুইচ করা যাবে। এক ব্যক্তি ফেসবুকে অতিরিক্ত চারটি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। চালুর পর থেকেই নিয়মিত নতুন নতুন ফিচার নিয়ে আসছে। দিন বদল ও প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন নতুন ফিচার যুক্ত করছে ফেসবুক।
শুধু যে ব্যাক্তিগত কাজেই ফেসবুক ব্যবহার করা হয় – তাও নয়। কাজের ক্ষেত্রেও ব্যবহার করেন অনেকে। সে কারণে এই বড় সিদ্ধান্তটি নিযেছে মার্কিন এই সংস্থাটি।
মেটা জানায়, একটি অ্যাকাউন্ট থেকে আলাদা আলাদা চারটি প্রোফাইল ব্যবহার করা যাবে। ব্যবহারকারীরা এবার ব্যক্তিগত ও প্রফেশনাল প্রোফাইল আলাদা করতে পারবেন অ্যাকাউন্ট এক রেখেই। প্রয়োজনে একাধিক ব্যক্তিগত প্রোফাইলও তৈরি করতে পারবেন ব্যবহারকারীরা। যেমন; একটি প্রোফাইল, খাদ্যরসিকদের জন্য। অন্য একটি বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠদের জন্য। আবার একটি অফিসের প্রয়োজনে।
ব্যবহারকারীদের আলাদা আলাদা প্রোফাইলের জন্য আলাদা ইউজার নাম বেছে নিতে হবে। চারটি প্রোফাইল যুক্ত করা যাবে এক অ্যাকাউন্ট থেকে। যেভাবে ব্যবহারকারী চাইবে সেভাবেই নিউজ ফিড তৈরি হবে। অর্থাৎ সেই সংক্রান্ত জিনিসই আসবে ওয়ালে।
তবে যে ব্যবহারকারীরা একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন, তারা ডেটিং, মার্কেটপ্লেস, পেশাদার মোড এবং পেমেন্টের মতো ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন না। আগের মতোই সব প্রোফাইলের জন্য মেসেজিং সুবিধা পাওয়া যাবে না। এর মানে হল চারটি অ্যাকাউন্ট হলেও আপনি একটি প্রোফাইলেই মেসেজিং সুবিধা পাবেন।
Discussion about this post