দেশে প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটনের ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগে নির্মিত হ্যান্ডসেট যাচ্ছে বিশ্ব বাজারে। যুক্তরাষ্ট্রের এক প্রতিষ্ঠান ওয়ালটনের কাছ থেকে এই স্মার্টফোন তৈরি করিয়ে নিচ্ছে। অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফেকচারার (ওইএম) হিসেবে ওই ব্র্যান্ডটিকে স্মার্টফোন তৈরি করে দিচ্ছে ওয়ালটন।
অর্থমন্ত্রী এ এইচ এম মুস্তফা কামাল গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডে এই রপ্তানি প্রক্রিয়ার উদ্বোধন করেন। ওই অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদও উপস্থিত ছিলেন।
এ বিষয়ে ওয়ালটন মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম রেজওয়ান আলম বলেন, ওয়ালটন দেশের প্রথম ও একমাত্র মোবাইল ফোন উৎপাদনকারী। এরপর অনেকেই এসেছে, কিন্তু তারা উৎপাদনকারী নয়, সংযোজনকারী।
Discussion about this post