অনলাইন ডেস্ক
ইতালির প্রাচীন একটি মঠের ভূগর্ভস্থ সমাধিতে আছে হাজার হাজার মমি। রয়েছে কঙ্কালও। তার মধ্যে মিলেছে ১৬৩টি শিশুর মমি। মূলত প্রাপ্তবয়স্কদের সমাহিত করা বা মমি করে রাখার কথা থাকলেও ওই শিশুদের দেহ কেন সংরক্ষণ করে রাখা হয়েছিল? রহস্যের সমাধান করতে চান গবেষকরা।
ইতালির উত্তর সিসিলিতে ‘মৃতদের জাদুঘর’ নামে পরিচিত ওই সমাধিটি ইউরোপ তথা বিশ্বের বহু গবেষকেরই মনে কৌতূহল জাগাচ্ছে। সিসিলির রাজধানী শহর পালেরমোয় কাপুচিন কাতাকোম্বস মঠের সমাধিটি মূলত সেখানকার ধর্মযাজকদের দেহ সমাহিত করার জন্য গড়া হয়েছিল। তবে ১৫৯৭ সাল নাগাদ তাতে কবর দেওয়ার জায়গা দিয়ে কুলিয়ে উঠতে পারছিল না সংশ্নিষ্ট কর্তৃপক্ষ। ফলে মঠের ভেতরেই আরও একটি ভূগর্ভস্থ সমাধি গড়ে তোলার সিদ্ধান্ত নেন তারা।
সেখানকার শিশুদের মমি পরীক্ষা করবেন একদল ব্রিটিশ গবেষক। এক্স-রে পদ্ধতির মাধ্যমে বছর দুয়েক ধরে মমিগুলো পরীক্ষা-নিরীক্ষার কাজ চলবে। শিশুদের দেহ কেন সংরক্ষণ করে রাখা হয়েছিল? কীভাবে তাদের মৃত্যু হয়েছিল? কোন সময়ে মারা গিয়েছিল ওই শিশুরা? সে সম্পর্কে গবেষকদের কাছে তেমন কিছু তথ্য নেই।
গবেষণায় সেসব প্রশ্নের উত্তর খুঁজে বের করার চেষ্টা করা হবে। সূত্র :সিএনএন।
Discussion about this post