অনলাইন ডেস্ক
বিশ্বের অন্যতম আলোচিত একটি ভবনের নাম আমেরিকার হোয়াইট হাউস। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী দেশ আমেরিকার রাজনীতির কেন্দ্রবিন্দু এই ভবনটি আমেরিকার প্রেসিডেন্টের সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত হয়। তিন তলা বিশিষ্ট সাদা রংয়ের এই বাড়িটি ১৬০০ পেনসিলভানিয়া অ্যাভিনিউ, ওয়াশিংটন ডিসিতে অবস্থিত।
হোয়াইট হাউস নামের এই ভবনটির যাত্রা শুরু হয় আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের হাত ধরে এবং ভবনটির নকশা প্রণয়ন করেন আয়ারল্যান্ডের নাগরিক জেমস হোবন। ১৭৯২-১৮০০ সালের মধ্যে এই ভবনটি প্রতিষ্ঠিত হয়। আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হওয়ার ১০০ বছর পর অবধি এই বাড়ির নাম ছিল ‘এগজিকিউটিভ রেসিডেন্স’।
প্রথমদিকে ভবনটির রং ছিল ধূসর রংয়ের।যুদ্ধের জেরে ১৮১৪ খ্রিস্টাব্দে এই ভবনে আগুন লাগিয়ে দেয় ব্রিটিশ বাহিনী। আগুনে ক্ষতিগ্রস্ত হওয়ার পর ভবনটি পুনঃনির্মাণ করা হয়। তখন ধূসর রংয়ের পরিবর্তে ধবধবে সাদা রংয়ে রাঙানো হয় ভবনটিকে। প্রায় ৫৭০ গ্যালন রঙ লেগেছিল ভবনটি রঙ করতে। ভবনটির দেওয়ালে আগুনের পোড়া দাগ ও ধোঁয়ার ছাপ ঢাকার জন্য দেয়ালের ওপর সাদা রংয়ের প্রলেপ দেওয়া হয়। সেই থেকে এটি হোয়াইট হাউস নামে পরিচিত।’
হোয়াইট হাউস’ নামকরণ হয় ১৯০১ সালে। হোয়াইট হাউসের নির্মাণ-পর্ব শেষ হয় ১৮০০ সালে। আমেরিকার প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনই একমাত্র আমেরিকান প্রেসিডেন্ট যিনি এই ভবনে কোনও দিন থাকেননি। ১৮০০ খ্রিস্টাব্দের ১ নভেম্বর আমেরিকার দ্বিতীয় প্রেসিডেন্ট জন অ্যাডামস প্রথম বার এই ভবনে থাকতে শুরু করেন।
এই ভবনের মোট আয়তন প্রায় ৫৫ হাজার বর্গফুট। ১৩২টি কক্ষ, ৩৫টি শৌচাগার ও ৩টি রান্নাঘর আছে এতে। সুবিশাল সাদা এই ভবনের বাসিন্দা মার্কিন প্রেসিডেন্ট হলেও তিনি এখানে বিনামূল্যে থাকতে পারেন না। তাদের খাবারের বিল, টুথপেস্ট কেনা, কাপড় ইস্ত্রি করা ইত্যাদির খরচও নিজেদের বহন করতে হয়। কোনও পার্টি আয়োজিত হলে তার খাবার আয়োজনের ব্যয়ভার বহন করতে হয় সংশ্লিষ্ট প্রেসিডেন্টকেই।
ধবধবে সাদা এই প্রাসাদ তৈরি হয়েছিল অ্যাফ্রো এশিয়ান ক্রীতদাসদের দিয়ে। বিশাল এই প্রাসাদ দাঁড়িয়ে আছে ইতিহাস এবং ঐতিহ্যের সাক্ষী হয়ে।
Discussion about this post