অনলাইন ডেস্ক
পৃথিবীর সব থেকে বুদ্ধিমান জাতি কারা? এই প্রশ্নটির উত্তরে একেক জন একেক দেশের নাম বলতে পারেন। তবে সম্প্রতি এক গবেষণা নিশ্চিত উত্তর দিয়েছে। এই তালিকার সেরা দশেও নেই যুক্তরাষ্ট্র কিংবা যুক্তরাজ্য!
সম্প্রতি পৃথিবীর সব থেকে বুদ্ধিমান জাতির একটি তালিকা বেরিয়েছে। সেখানে ১৯৯টি দেশের তালিকা প্রকাশ করেছে মার্কিন গবেষণা প্রতিষ্ঠান ওয়ার্ল্ড পপুলেশন রিভিউ। সাধারণত কোন ব্যক্তির আইকিউ নির্ধারণ করা হয় কোন বিষয় বিচক্ষণতার ক্ষেত্রে দ্রুত বুদ্ধি ভিত্তিক উত্তর প্রদান করার ক্ষমতার উপর নির্ভর করে।
মার্কিন গবেষণা অনুযায়ী, পৃথিবীর সবথেকে বুদ্ধিমান জাতি হল জাপান। ১৯৯টি দেশের তালিকায় প্রথম স্থানে রয়েছে এই দেশ। জাপান পেয়েছে ১০৬.৪৯ পয়েন্ট। এছাড়াও শীর্ষ ১০ দেশে তালিকায় রয়েছে এশিয়ার ৬টি দেশ। এই দিক থেকে এশিয়া মহাদেশ এগিয়ে। প্রথম দশে রয়েছে তাইওয়ান, সিঙ্গাপুর, চীন, দক্ষিণ কোরিয়া, বেলারুশ, ফিনল্যান্ড ও জার্মানি প্রভৃতি দেশ।
দ্বিতীয় স্থানে থাকা তাইওয়ান পেয়েছে ১০৬.৪৭ পয়েন্ট। তৃতীয় স্থানে থাকা সিঙ্গাপুর পেয়েছে ১০৫.৮৯ পয়েন্ট। পঞ্চম স্থানে থাকা চীন পেয়েছে ১০৫ পয়েন্ট। অপরদিকে প্রথম ১০ এর তালিকা থেকে বহুদূর পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্র পেয়েছে ৯৭ পয়েন্ট। যুক্তরাষ্ট্রের অবস্থান ২৯তম। ৯৬ পয়েন্ট পেয়ে ৩৫তম স্থান দখল করেছে রাশিয়া। এই তালিকায় একদম শেষে রয়েছে নেপাল। দেশটির প্রাপ্ত পয়েন্ট হল ৪২.৯৯।
অপরদিকে ৭৪.৩৩ পয়েন্ট পেয়ে বাংলাদেশ রয়েছে ১৫০তম স্থানে। ৭৬.৭৪ পয়েন্ট পেয়ে ভারত রয়েছে ১৪৩তম স্থানে। অর্থাৎ বুদ্ধিমত্তার বিচারে বিশ্বের মধ্যে ১৫০তম স্থানে রয়েছে বাংলাদেশ!
Discussion about this post