পাওয়ার ব্যাংক আমাদের নিত্যপ্রয়োজনীয় মোবাইল অ্যাক্সেসরিজগুলোর মধ্যে অন্যতম। মোবাইল চার্জারের সাথে পাওয়ার ব্যাংকের পার্থক্য হল পাওয়ার ব্যাংককে চার্জারের মতো কোনো এসি সকেটে সংযুক্ত করার প্রয়োজন নেই। এটি একটি রিচার্জেবল ব্যাটারি থেকেই পাওয়ার নেয়। তাই পাওয়ার ব্যাংকগুলো হয় পোর্টেবল। যেখানে বিদ্যুতের কোনো ব্যবস্হা নেই সেখানেও পাওয়ার ব্যাংক ব্যবহার করে সহজেই মোবাইল চার্জ দিয়ে ফেলা যায়।
একটি পাওয়ার ব্যাংকে নিচের অংশগুলো অবশ্যই থাকবে।
১)রিচার্জেবল ব্যাটারি।
২)ব্যাটারি চার্জার।
৩)বুস্ট কনভার্টার।
৪)ইউ এস বি কানেক্টর।
এই টিউটোরিয়ালে আমরা দুটি ভিন্ন ভিন্ন পদ্ধতিতে পাওয়ার ব্যাংক তৈরী করে দেখাব। এইখানে আমরা শুধুমাত্র বেসিক পাওয়ার ব্যাংক বানাব। পাওয়ার ব্যাংকের কেসিং,প্যাকেজিং নিয়ে আপাতত কোনো আলোচনা করা হচ্ছে না।
পদ্ধতি ১ঃ
এই পদ্ধতিতে পাওয়ার ব্যাংক তৈরী করতে যা যা প্রয়োজনঃ-
প্রয়োজনীয় যন্ত্রপাতি | পরিমান | |
Rechargeable battery unit | 1 | |
Power bank control circuit | 1 |
এছাড়াও পাওয়ার ব্যাংক ব্যবহার করতে আমাদের একটি ডেটা কেবল প্রয়োজন হবে।
কার্যপ্রনালীঃ
১)রিচার্জেবল ব্যাটারি ইউনিটে ব্যাক টু ব্যাক দুটি ৩.৭ ভোল্টের ব্যাটারি জোড়া লাগানো থাকে। ব্যাটারি ইউনিটের সাথে সরবরাহকৃত জাম্পার ওয়্যার দিয়ে ব্যাটারিদুটোকে সিরিজ করে নেওয়া যাবে। আবার আলাদাভাবেও ব্যবহার করা যাবে। এই এক্সপেরিমেন্টে রিচার্জেবল ব্যাটারি ইউনিটের একটি ব্যাটারিই ব্যবহার করব। রিচার্জেবল ব্যাটারি ইউনিটের সাথে সরবরাহকৃত ফিমেল জাম্পার টু ক্রোকোডাইল ক্লিপ কানেকটর দিয়ে একটি ব্যাটারির + ও – প্রান্তকে যথাক্রমে পাওয়ার ব্যাংক কন্ট্রোল সার্কিটের B+ ও B- প্রান্তের সাথে সংযুক্ত করি।
ব্যাটারিতে পূর্ণ চার্জ থাকলে চারটি এলইডিই জ্বলবে।
২)আমাদের পাওয়ার ব্যাংক তৈরী! এবার পাওয়ার ব্যাংক কন্ট্রোল সার্কিটের ইউএসবি কানেকটরে একটি ইউএসবি কেবল লাগিয়ে তার অপর প্রান্ত মোবাইল ফোনের সাথে সংযুক্ত করলেই মোবাইল চার্জ হতে শুরু করবে।
৩)ব্যাটারি চার্জ করতে হলে পাওয়ার ব্যাংক কন্ট্রোল সার্কিটের মাইক্রো ইউএসবি কানেক্টরের মাধ্যমে ল্যাপটপ বা অন্য যেকোনো মাইক্রো ইউএসবি চার্জার দিয়ে ব্যাটারিকে চার্জ করতে হবে।
Discussion about this post