অনলাইন ডেস্ক
মরিয়ম ফুলের নাম যুগ যুগ ধরে মানুষের মুখে মুখে চলে এসেছে । এই ফুলটিকে অনেকেই চেনে নামে আবার কেউ বা এই ফুলের কার্যকারিতায় চিনে থাকে।
মরিয়ম ফুল জন্মে মরু অঞ্চলে। মধ্যপ্রাচ্য ও সাহারার বিস্তীর্ণ মরু অঞ্চলে বছরের পর বছর শুকনো গাছ মাটি আঁকড়ে থাকে। এর বৈজ্ঞানিক নাম Anastatica hierochuntica (অ্যানাস্ট্যাটিকা হাইরোচুনটিকা)।
মরুভূমির অসহনীয় গরমের মধ্যে থাকা শুকনো এই গাছ ক্রমে নির্জীব পাথরের মতো হয়ে পড়ে। কখনো বৃষ্টির পরশ পেলে জীবন ফিরে পায় এবং এর বংশবিস্তার ঘটে।
বিশেষত, ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। এর কোনো নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া নেই।
তবে এই ফুল নিয়ে সমাজে নানা রকম কথা প্রচলিত রয়েছে। অনেকে হজের সময় সঙ্গে মরিয়ম ফুল নিয়ে আসেন। আবার মরিয়ম ফুলের পাপড়ি ভিজিয়ে রেখে সেই ফুলের পানি পান করলে নরমাল ডেলিভারি হওয়ার কথা সমাজে প্রচলিত। তবে এসব নিয়ে সঠিক কোন হাদিস পাওয়া যায়নি। তবে ভেষজ উদ্ভিদীয় চিকিৎসা হিসেবে এটি ব্যবহার করা যায়।
যেহেতু এই গাছের ফুলে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, দস্তা ও লোহা। বিশেষত, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম একসঙ্গে পেশি সংকোচন নিয়ন্ত্রণ করে। তাই ঔষধি গাছ হিসেবে চিকিৎসার জন্য এই ফুল থেকে উপকৃত হতে বাধা নেই।
এ ফুলটি আরব দেশ সহ আফ্রিকার দেশগুলোতে খুব কদর রয়েছে। এটি ভেষজ চিকিৎসা হিসাবে ব্যবহার করা যায়। অনেকে যা মনে করেন কোরআন হাদিসে আছে এমন কিছু অমূলক কিছু ধারণা ও পোষণ করেন যা লোক মুখে শোনা যায় তা সঠিক নয়। বাংলাদেশে জোড়া ৬০০/৮০০/১০০০/ ও ১২০০ টাকা। সাইজ বড ছোট হিসাবেও দামের তারতম্য রয়েছে।
Discussion about this post