প্রযুক্তি ডেস্ক
ঘুমের মধ্যে স্বপ্ন কে না দেখে ! ভালো স্বপ্ন দেখে খুশি আমরা যেমন খুশী হই তেমনি আবার কখনো দুঃস্বপ্ন দেখে আঁতকে উঠি। কেমন হয় যদি আপনি নিজেই ঠিক করতে পারেন কি স্বপ্ন আপনি দেখতে চান!
এবার এ সমস্যার সমাধান এনেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এখন থেকে আপনি কেমন স্বপ্ন দেখবেন, নিজেই তা ঠিক করতে পারবেন। নিজের খুশিমতো স্বপ্ন দেখেতে সহায়তা করবে কৃত্রিম বুদ্ধিমত্তা।হালো এআই’ নামের উন্নত প্রযুক্তির সহায়তায় আপনি স্বপ্নের অনিয়ন্ত্রিত পৃথিবী নিয়ন্ত্রণ করতে পারবেন। প্রোফেটিক নামের একটি প্রযুক্তি কোম্পানি স্বপ্নের রহস্যময় জগতে পছন্দমতো প্রবেশের লক্ষ্যে সম্প্রতি একটি হেডব্যান্ড ডিভাইস তৈরি করেছে। এর মাধ্যমে আপনি শুধু স্বপ্নের জগতেই প্রবেশ করতে পারবেন না, পুরোপুরি নিয়ন্ত্রণও করতে পারবেন।
হ্যালো এআই হেডব্যান্ড ডিভাইসটি আল্ট্রাসাউন্ড ব্যবহার করে স্বপ্ন জগতের দুয়ার খুলে দেয়। এর পরে ব্যবহারকারী তার স্বপ্নের জগতে প্রবেশ করতে পারেন।
কোম্পানির ওয়েবসাইটে দেয়া তথ্য বলছে, এটি একটি উন্নত নিউরোটেক ডিভাইস যা সহজেই পরিধানযোগ্য,এবং এর ব্যবহারকারীর অবচেতনে তার মস্তিষ্কে প্রবেশ করে।
ব্যবহারকারী স্বপ্নের জগতে প্রবেশের পর এই ডিভাইস তার উপর নিয়ন্ত্রণের ভার দেয়। ফলে ব্যবহারকারীরা তাদের স্বপ্নকেও নিয়ন্ত্রণ করতে পারে।
ইতোমধ্যে ৪০০ ব্যবহারকারকারী এটি যাচাইও করেছেন। আর পুরো পরীক্ষাটি সফল হলে ২০২৫ সালে বাণিজ্যিকভাবেই এর ব্যবহার শুরু হতে পারে।
গ্রাহকের জন্য এর দাম ধরা হয়েছে ২০০০ ডলার। মানে ২ লাখ ২০ হাজার টাকা!
Discussion about this post