অনলাইন ডেস্ক
বরিশাল বিভাগের বরিশাল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের নির্বাচিত ৬০ জন শিক্ষার্থীকে জুম প্লাটফর্মে প্রশিক্ষণ দেয়ার মধ্য দিয়ে শনিবার (৬ জুন) থেকে শুরু হচ্ছে “ ব্লকচেইন” প্রশিক্ষণ কর্মসূচি। এতে বেসিকস্ অ্যান্ড ইভোলিউশন অব ব্লকচেইন, সাপ্লাইচেইন ব্যবস্থাপনায় ব্লকচেইন এবং ব্লকচেইন প্রযুক্তির ভাবনা ও বিস্তারিত বিষয় উপস্থাপন করা হবে।
তবে নির্ধারিত শিক্ষার্থী ছাড়াও আগ্রহীরা এই প্রশিক্ষণটিতে অংশ নিতে পারবেন। কেননা “স্টার্টআপ বাংলাদেশ” এর অফিসিয়াল ফেইসবুক পেজে (https://www.facebook.com/LetsStartupBD/ ) লাইভ সম্প্রচার করা হবে।
এতে প্রশিক্ষণ দেবেন জাপানের University Of Hyogo এর গ্র্যাজুয়েট স্কুল অব সিমুলেশন স্টাডিস এর রিসার্স ফেলো রুবাইয়াত ইসলাম, দি কম্পিউটারস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ব্লকচেইন বিশেষজ্ঞ খন্দকার আতিক-ই-রাব্বানী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) এর সহযোগী অধ্যাপক ড. বি.এম. মইনুল হোসেন।
প্রশিক্ষণের আয়োজন করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীনে “উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমী প্রতিষ্ঠাকরণ প্রকল্প (iDEA)”।
আয়োজক সূত্রে জানাগেছে, ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সকাল ১০টায় প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব।
অনলাইন অনুষ্ঠানটির সভাপতিত্ব করবেন iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।
এই প্রশিক্ষণের মাধ্যমে ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা, গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে সহজে বুঝতে পারবেন অংশগ্রহণকারি প্রশিক্ষণার্থীগণ এমনটাই মনে করছেন iDEA প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) সৈয়দ মজিবুল হক।
Discussion about this post