অনলাইন ডেস্ক
কোভিড -১৯ এর পর ই-কমার্স জায়ান্ট অ্যামাজান-কে ভেঙে ফেলার হুমকী দিয়েছেন টেসলা সিইও ইলন মাস্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার এক টুইটে এই হুঙ্কার দেন তিনি।
নিউইয়র্ক টাইমসের সাবেক প্রতিবেদক ও লেখক ব্রেনসন কোভিড-১৯ নিয়ে তার প্রকাশিতব্য বইয়ের স্ক্রিন শট দিয়ে করা পোস্ট করার পর এই টুইটটি করেন মাস্ক। টুইটে ব্রেনসন জানান, তার লিখিত বইটি অ্যামাজনের গাইডলাইন বিক্রয় নীতিতে উত্তীর্ণ হয়নি।
মূলত করোনভাইরাস লকডাউনের সমালোচক হিসেবে বেরেনসন পরামর্শ দিয়েছেন যে গুরুতর অসুস্থতা বা মৃত্যুর ঝুঁকি রিপোর্টের তুলনায় অনেক কম, বিশেষত অল্প বয়সীদের মধ্যে।
আর এই তথ্যকে ‘ভুল’ হিসেবে নিয়ে বইটি তাদের কার্ট থেকে বাদ দিয়েছিলো। অবশ্য পরে বেরেনসনের সাথে যোগাযোগ করেই সেটি প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছে অ্যামাজন।
এই ঘটনায় রূষ্ট হয়ে অ্যামাজন সিইও জেফ বোসকে ট্যাগ করে তাকে ‘এই পাগল’ সম্বোধন করে মাস্ক টুইট করেন। সেখানে তিনি লেখেন- “Time to break up Amazon. Monopolies are wrong!”
Discussion about this post