অনলাইন ডেস্ক
প্রচলিত ব্যবসায় প্রযুক্তির ব্যবহার করে ব্যয় ও আমদানি কমিয়ে মহামারির চ্যালেঞ্জ মোকাবেলায় তারুণ্যের উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ গড়তে যাচ্ছে সরকার।
সোমবার (৮ জুন) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এবং কল ফর নেশন প্লাটফর্মের আওতায় অনুষ্ঠিত অ্যাক্ট কোভিড-১৯ অনলাইন হ্যাকাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, নিম্নবিত্তের দেশ হওয়া সত্বেও আমরা এখন উন্নত দেশের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছি। টেলিকমিনেকশন অবকাঠামো না, ১০ কোটি ইন্টারনেট গ্রাহক, লাখ লাখ ল্যাপটপ ব্যবহারকারী না থাকতো কিংবা ই-কমার্স প্লাটফর্ম শক্তিশালী না হতো তবে এই করোনা মহামারিতে এটা সম্ভব হতো না।
ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় হার্ডওয়্যার, সফটওয়্যার ও সল্যুশন প্রদানকারীদের জন্য তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ নীতিমালা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রচলিত ব্যবসায় টিকে থাকতে টিম স্প্রিট নিয়ে এগিয়ে যেতে হবে। আর জয়ী হতে প্রযুক্তির শক্তি ও তারুণ্যের মেধা নিয়ে প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশের পথে এগিয়ে চলছে।
এমসিসি সিইও আশ্রাফ আবিরের সঞ্চালনায় এবং আইসিটি বিভাগের সিনিয়র সেক্রেটারি এনএম জিয়াউল আলমের সভাপতিত্বে অনলাইন এই গ্রান্ড ফিনালে অনুষ্ঠানে আইসিটি বিভাগের এডিএমজিএ প্রকল্প পরিচালক নুরুজ্জামান, স্টার্টআপ বাংলাদেশ প্রকল্প পরিচালক সৈয়দ মুজিবুল হক, গ্রামীণফোনের ব্যবস্থাপনা পরিচালক ইয়াসির আজমান, ব্র্যাক বাংকের পরিচালক কে এম মোর্শেদ প্রমুখ বক্তব্য রাখেন।
Discussion about this post