অনলাইন ডেস্ক
ব্যক্তিগত নিরাপত্তাসহ বিভিন্ন সমালোচনার পর নিজেদের সেবায় সম্প্রতি এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধা চালু করে জুম। তখন বলা হয়েছিলো বিনামূল্যের ব্যবহারকারীরা এই সুবিধা পাবেন না। তবে সিদ্ধান্ত পরিবর্তন করেছে জনপ্রিয় ভিডিও কনফারেন্সিং সেবাটি। শিগগিরই সবার জন্যই জুমে এইএস ২৫৬ জিসিএম প্রোটোকশন সুবিধা আসছে। খবর এনগ্যাজেট।
কোম্পানিটি দাবি করেছে তারা নিরাপত্তার ক্ষেত্রে সাম্যবস্থা আনার চেষ্টা করছে। আর এই লক্ষ্য বাস্তবায়নে একটি পথ নির্ধারণ করতে পেরেছে।
জুম দাবি করেছে, নিরাপত্তা নিয়ে নতুন কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন সংগঠন, নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সরকারের কাছ থেকে মতামত নেয়া হয়েছে। বিনামূল্যের গ্রাহকরা ওয়ান-টাইম ভেরিফিকেশনের মাধ্যমে তাদের এনক্রিপশন সুবিধা চালু করতে পারবেন।
Discussion about this post