অনলাইন ডেস্ক
করোনাকালে রক্তদান ও মানসিক স্বাস্থ্য সেবার মতো মানবিক সেবা সবার কাছে পৌঁছে দিতে মোবাইল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। একইসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের এই সেবাগুলো সহজেই পেতে ব্লাড ডোনেশন টুলে চ্যাটবট সুবিধা চালুর আহ্বান জানিয়েছেন তিনি।
বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৮ জুন) রক্তদানের ফেসবুক গ্রুপ ‘ব্লাডম্যান’ আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী। রক্তদানে উদ্বুদ্ধ করতে ফেসবুক ও ব্লাডম্যান বিডির সাথে আইসিটি মন্ত্রণালয়ের চুক্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সভার প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলক বলেন, আমরা দেশে ফেসবুক-কে জিরো ইন্টারনেট সুবিধার অধীনে এনেছি। আমাদের আহ্বানে সাড়া দিয়ে ফেসবুক তাদের প্লাটফর্মে ২০১৮ সালে ব্লাড ডোনেট টুল চালু করেছে। এখন আমাদেরকে এ বিষয়ে প্রযুক্তি ও বিজ্ঞাপন সুবিধা দিচ্ছে।
তিনি আরো বলেন, করোনাকালের মতো মহামারির সময়ে রক্তদান ও মানসিক স্বাস্থ্যের মতো সেবার অ্যাপগুলি ব্যবহার ফ্রি করে দিতে আমি মোবাইল অপারেটরদের কাছে আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ফেসবুক কর্তৃপক্ষের কাছে আহ্বান জানাচ্ছি তারা যদি এক্ষেত্রে ‘চ্যাটবট’ সুবিধা চালু করে তাহলে মানুষ আরো সহজে উপকৃত হবে।
তার এই আহ্বানে সংবাদ সম্মেলনে উপস্থিত ফেসবুকের দক্ষিণ ও মধ্য এশিয়ার হেড অব পলিসি প্রোগ্রামস শেলি থাকরাল ইতিবাচক সাড়া দেন।
তিনি আরো জানান, বর্তমানে বিশ্বজুড়ে ৭ কোটি মানুষ ফেসবুক ব্লাড ডোনেট আইকন ব্যাবহার করে। এর মধ্যে ৮০ লাখ ব্যবহারকারীই বাংলাদেশের। রক্তদানের নিরাপদ উপায়গুলো সম্পর্কে জানতে এবং অন্যকে রক্ত দিতে উদ্বুদ্ধ করতে ফেসবুক আইসিটি বিভাগের প্রস্তাবগুলো গুরুত্বের সঙ্গে নিচ্ছে।
ব্লাডব্যাংক প্রতিষ্ঠাতা শাহরিয়ার হাসান জিসান জানান, জরুরী রক্তের প্রয়োজনে গত তিন মাসে তারা ১২ হাজার কল পেয়েছেন এবং এর ৬০ শতাংশ পূরণ করা সম্ভব হয়েছে। ২০১৮ সাল থেকে ফেসবুকের ব্লাড ডোনেট টুলটি ব্যবহার করে রক্তদানকারীদের সংখ্যা ৩৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
অনুষ্ঠানে ব্লাডম্যান ও মনের বন্ধুর মতো যেসব সামাজিক উদ্যোগ রয়েছে এর উদ্যোক্তাদের ওয়েব, মোবাইল অ্যাপ, কনটেন্ট ও টিউটোরিয়াল তৈরির ওপর গুরুত্ব দিয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক জানান এ জন্য তার বিভাগ আর্থিকসহ সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।
Discussion about this post