অনলাইন ডেস্ক
ঈদ-উল আযহাকে সামনে রেখে ফ্লাগশিপ ফোন জেড৩০ অবমুক্ত করলো দেশীয় ব্র্যান্ড সিম্ফনি। বৃহস্পতিবার দেশেই মোবাইল উৎপাদনকারী এই প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ফোনটির মোড়ক উন্মোচন করা হয়। ভার্চুয়াল অংশগ্রহণের মাধ্যমে ফোনটি উন্মোচন করেন টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক।
এসময় তারসঙ্গে সংযুক্ত ছিলেন সিম্ফোনি মোবাইলের জ্যেষ্ঠ বিপনন ব্যবস্থাপক তাইয়েবুর রহমান।
ফোনটির বিশেষত্ব তুলে ধরে তিনি জানান, শিশু-কিশোররা যেহেতু এখন মোবাইলে ক্লাশ করছে এ কারণে নতুন ফোনে প্যারেন্টাল ফিচারকে গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়াও ফোনটিতে রয়েছে এআই সমৃদ্ধ ট্রিপল রিয়ার ক্যামেরা, মিডিয়াটেক এর প্রিমিয়াম চিপসেট এবং ৫০০০ মিলি এ্যাম্পিয়ার ব্যাটারী।
সাধারণ ব্যবহারে সিম্ফনি’র এই স্মার্টফোনটি ফুল চার্জে চলবে দুই দিন পর্যন্ত। ফোনটির বিশেষত্ব তুলে ধরে আইমান সাদিক বলেন, সাধারণ ব্যবহারে সিম্ফনি’র এই স্মার্টফোনটি ফুল চার্জে চলবে দুই দিন পর্যন্ত। তিনি আরো বলেন, আমরা যারা ইয়াং ইউজার তাদেরকে এক ফোনে কত কিছু করতে হয়। মোবাইলে ক্লিয়ার ছবি তুলতে হবে, গেম খেলা যেতে হবে, ভিডও কল করা যাবে, নেট ব্রাউজিং পাশাপাশি গান শোনা, মুভি দেখা। এক্ষেত্রে জেড ৩০ সম্পূর্ণ স্যাটিসফ্যাক্টরি পারফরম্যান্স দেবে।
Discussion about this post