আন্তর্জাতিক ডেস্ক
ভারতে কয়দিন আগে টিকটকসহ ৫৯ চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে। এরপর দেশটিতে ফেসবুক ও হোয়াটসের বিকল্প হিসেবে এলিমেন্টস (Elyments) নামে একটি অ্যাপের উদ্বোধন করা হয়েছে।
রোববার (৫ জুলাই) এক ভার্চ্যুয়াল সভায় ভারতের উপ-রাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডু ওই অ্যাপটির উদ্বোধন করেন।
এলিমেন্টসকে বলা হচ্ছে ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ‘সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ’। এক হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার মিলে ওই অ্যাপটি তৈরি করেছেন। মোট আটটি ভারতীয় ভাষায় সেটি ব্যবহার করা যাবে।
এদিকে এক লাখের বেশি মানুষ অ্যাপটি ডাউনলোড করে ফেলেছেন। এই অ্যাপের মাধ্যমেও ফেসবুকের মতোই বন্ধু-পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ করা যাবে।
Discussion about this post