অনলাইন ডেস্ক
প্রথম বারের মতো ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২০’ প্রতিযোগিতায় অংশ নিয়ে ৬টি পুরস্কারের মধ্যে দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। চূড়ান্ত পর্বে রৌপ্য জয় টিম ডিজিটাল। এছাড়াও বেস্ট প্রোটোটাইপ বিভাগে পুরস্কৃত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দল নিমবাস।
হংকং-এ আয়োজিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে বাংলাদেশের ১২ টি দল অংশ নিয়েছিলো। এদের মধ্যে রৌপ্যজয়ী টিম ডিজিটাল দলের সদস্যরা হলেন ৪ সদস্য কামরুল হাসান, রেদোয়ান খান অনিক, নওশাদ হোসেইন এবং কামরুল হাসান। অপরদিকে নিমবাস দলের সদস্যরা হলেন তাহলীল, ইশতিয়াক জাহিদ, মোহাম্মদ আতিকুর রহমান এবং মোহাম্মদ সোহরাওয়ার্দী।
রোববার (৫ জুলাই) জুম অনলাইনে তিন দিন ব্যাপী আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড (আইবিসিওএল) ২০২০ প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে হংকং ব্লকচেইন অলিম্পিয়াডের সভাপতি ড. লরেন্স মা আইবিসিওএল ২০২০ বেস্ট প্রোটোটাইপ অ্যাওয়ার্ড অর্জনকারি হিসেবে বাংলাদেশের ডিইউ নিমবাস দলের নাম ঘোষণা করেন। আর আইবিসিওএল ২০২০ সিলভার মেডাল অর্জনকারি হিসেবে ডিজিটাল ইনোভেশন দলের নাম ঘোষণা করেন সিটি ইউনিভার্সিটি, হংকং এর অধ্যাপক ইসাবেল ইয়ান।
বাকী চারটি পুরস্কারের মধ্যে হংকংয়ের পিচেইন পায় আইবিসিওএল ২০২০ গোল্ড মেডাল ও আইবিসিওএল ২০২০ প্রাইভেসি-সেনিট্রক অ্যাওয়ার্ড, নেদারল্যান্ডের নিউরোট্রেস আইবিসিওএল ২০২০ ব্রোঞ্জ মেডাল এবং হংকংয়ের মাইক্রোসেন্ট আইবিসিওএল ২০২০ বেস্ট ফিনটেক অ্যাওয়ার্ড।
সিটি ইউনিভার্সিটি, হংকং ও হংকং ব্লকচেইন সোসাইটির যৌথ উদ্যোগে আয়োজিত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২০ প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্র, কানাডা, চীনসহ বিশ্বের বিভিন্ন দেশের ৬০টি দল অংশগ্রহণ করে। এর মধ্যে বাংলাদেশের রয়েছে ১২টি দল।
সোমবার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নেতৃত্বে অনলাইনে বিজয়ীদের সম্মাননা দেয় আইসিটি বিভাগ।
Discussion about this post