অনলাইন ডেস্ক
ফোনের ব্যাটারি শক্তি বাড়ানোর দৌঁড়ে সবাইকে পেছনে ফেলতে যাচ্ছে স্যামসাং।
শীঘ্রই তারা এম সিরিজের এম৪১ মডেল আনতে যাচ্ছে। আসলে ফোনটিতে ৬৮০০ এমএএইচ শক্তির ব্যাটারি থাকবে। তবে ফোনটির প্রচারণা চালাতে ৭০০০ এমএএইচের কথাই বলা হবে।
এর আগে স্যামসাংয়ের এম৩১ ফোনে ৬০০০ এমএএইচের ব্যাটারি দেখা গেছে। বর্তমানে বাজারে থাকা স্যামসাং ফোনগুলোর মধ্যে এম৩১ এর ব্যাটারিই সবচেয়ে বড়।
শক্তিশালী ব্যাটারির জন্য ফোনের স্ক্রিন ও বডির আকারও বড় হতে হয়। এম৩১ এর ডিসপ্লে ৬.৪ ইঞ্চি লম্বা। তাই এম৪১ এর আকারও বেশ বড় হবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে গুজব ছড়ায়, এম৪১ আনার পরিকল্পনা বাতিল করেছে স্যামসাং। পরে চীনে ফোনটি সার্টিফিকেশন পায়। এম৪১ কোনো কারণে বাতিল হয়ে গেছে এম৫১ এ ৬৮০০ এমএএইচের ব্যাটারি দেখা যাবে।
এতোদিন শুধু ট্যাবেই ৭০০০ এমএএইচ শক্তির ব্যাটারি দেখা গেছে। স্যামসাংয়ের ১০ ইঞ্চির এস৬লাইট ও ট্যাব এস৫ই-তে ছিলো ৭০৪০ এমএএইচের ব্যাটারি।
Discussion about this post