অনলাইন ডেস্ক
বিদেশী নয়, দেশী সফটওয়্যারের মাধ্যমেই ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সফটওয়্যার তৈরির ওপর গুরুত্ব দিয়েছে আইসিটি বিভাগ। এক্ষেত্রেই জাতীয়তাকে প্রাধান্য দিয়ে দেশের অর্থ ব্যয় হ্রাস করে স্থানীয় সফটওয়্যার শিল্পের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। সরকারি অফিসের সকল কার্যক্রম অটোমেশন করার লক্ষ্যে আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন ” বাংলাদেশ ই – গভর্মেন্ট ইআরপি “প্রকল্পের বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন তিনি।
করোনাতেও যেন এই উদ্যোগ পিছিয়ে না যায় এ জন্য মঙ্গলবার (১৪ জুলাই) জুম অনলাইনে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রতিমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পার্থপ্রতিম দেব ও প্রকল্প পরিচালকসহ প্রকল্পের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই বৈঠকে যুক্ত ছিলেন।
সভায় প্রকল্প পরিচালক প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ পরামর্শকরাদেশীয় সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান কর্তৃক আধুনিক প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে সফটওয়্যার উন্নয়নের কাজ চলমান রয়েছে বলে সভায় জানানো হয় । এছাড়া প্রকল্প বাস্তবায়ন হলে সরকারি অফিস অটোমেশন ব্যয় সাশ্রয়ী হবে এবং অটোমেশনে কার্যকরী অবদান রাখবে।
প্রতিমন্ত্রী নিষ্ঠা ও আন্তরিকতার সাথে প্রকল্পের কাজ বাস্তবায়নের করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য,সরকারের বিভিন্ন অফিস অটোমেশনের জন্য প্রতিবছর বিদেশি সফটওয়্যার কাস্টোমাইজেশনের কারণে
শত কোটি টাকার বেশি অর্থ ব্যয় হয় ।
এর পরও দেখা যায় বিদেশি সফটওয়্যার গুলোর সীমাবদ্ধতার কারণে সেগুলো সরকারি অফিসের সকল কার্যক্রম অটোমেশন যথাযথভাবে করতে পারেনা। সে কারণে আইসিটি বিভাগ উক্ত প্রকল্পটি গ্রহণ করে।
Discussion about this post