অনলাইন ডেস্ক
স্মার্টফোনের কনট্যাক্ট লিস্টে থাকা নম্বরগুলো গুগলে ব্যাকআপ রাখার বিষয়টি অত্যন্ত জনপ্রিয়। কোনো কারণে গুগল কনট্যাক্ট থেকে যদি ফোন নম্বর ডিলিট হয়ে যায় তাহলে তা আর ফিরে পাওয়ার উপায় ছিল না। এবার ডিলিট হওয়া নম্বর ফিরিয়ে নিয়ে আসার নতুন ফিচার আনল গুগল কনট্যাক্টস। গুগল কনট্যাক্টসের এ ফিচারটি রিসাইকেলবিনের মতো কাজ করে। সেজন্য এর নাম দেয়া হয়েছে ট্র্যাশ।
যেভাবে ফিরিয়ে আনবেন
গুগল কনট্যাক্টসের সাইটে গিয়ে আদার কনট্যাক্টের নিচে ট্র্যাশ অপশন দেখতে পাবেন। যেসব ফোন নম্বর ডিলিট হয়েছে সেসব কনট্যাক্ট এতে পেয়ে যাবেন। যেসব ফোন নম্বর ডিলিট হয়ে যাবে সেসব নম্বর ট্র্যাশে পাওয়া যাবে। নম্বরটি অ্যাপ নাকি ওয়েবসাইট থেকে ডিলিট হয়েছিল- তাও জানা যাবে এখানে। ডিলিট হওয়া নম্বর ৩০ দিনের মধ্যে রিকভার করা যাবে। যেখানে ব্যবহারকারীর কাছে দুটি অপশন থাকবে Delete Forever বা Recover। এর মধ্যে থেকে একটি বেছে নিতে হবে। গুগল জানিয়েছে, এ ফিচার প্রথমে গুগল কনট্যাক্টের ওয়েবসাইটে পাওয়া যাবে। কিছুদিনের মধ্যে একটি জি-সুইট ব্যবহারকারী এবং ব্যক্তিগত গুগল অ্যাকাউন্টে পাওয়া যাবে।
Discussion about this post