নিউজ ডেস্ক
ইন্টারনেট সংযোগের মাধ্যমে দেশ শিক্ষার ডিজিটাল যুগের দ্বারপ্রান্তে রয়েছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
মঙ্গলবার বিকেলে শিক্ষার ডিজিটাল রূপান্তর ও শিক্ষাখাতে ইন্টারনেটের সহজলভ্যতা নিয়ে অনুষ্ঠিত ভার্চুয়াল সভা শেষে এমনটাই জানিয়েছেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, রবি’র প্রধান নির্বাহী মাহতাব উদ্দিন, বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস, টেলিটক ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন বৈঠকে সংযুক্ত ছিলেন।
এছাড়াও এটুআই প্রোগ্রামের পলিসি অ্যাডভাইজার আনীর চৌধুরী, আইএসপিএবির সভাপতি আমিনুল হাকিম, সাধারণ সম্পাদক ইমদাদুল হক, প্রযুক্তিবিদ জাকারিয়া স্বপন প্রমুখ ভার্চুয়াল এই বৈঠকে অংশ নেন।
Discussion about this post