নিউজ ডেস্ক
করোনার অ্যান্টিজেন টেস্ট অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে অ্যান্টিবডি টেস্ট এই মুহূর্তে অনুমোদন দেয়া হচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে কোভিড-১৯ প্রতিরোধে তাইওয়ান এক্সটারনাল ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের দেয়া মেডিকেল সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘শিগগিরই দেশের সরকারি হাসপাতালগুলোতে অ্যান্টিজেন পদ্ধতিতে করোনার পরীক্ষা শুরু হবে। সরকারি হাসপাতালে যেখানে ল্যাব আছে; সেখানে সীমিত আকারে অ্যান্টিজেন টেস্ট করা হবে। তবে কোনো অ্যান্টিবডি টেস্ট করা হবে না।’
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বারসহ বণিজ্য, টেলিযোগাযোগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব এ সময় উপস্থিত ছিলেন।
এসময় ডাক-টেলিযোগযোগ মন্ত্রনালয়ে মন্ত্রীর প্রশংসা করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের দেশে ডিজিটাল বাংলাদেশ গড়া এবং টেলিযোগাযোগের যে উন্নয়ন ঘটেছে তার পিছনে তিনি বড় ভূমিকা রেখেছেন। আমরা এই কোভিড মোকাবেলায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের কাছে অনেক সহযোগিতা পেয়েছি। এই সুবিধা নিয়ে টেলিমেডিসিনটা খুবই সফল ভাবে ব্যবহার করেছি। আজকে হাসপাতালে যে ৭০ শতাংশ সিট খালি তার পিছনে টেলিমেডিসিনের ভূমিকা রয়েছে এবং প্রায় ৭০-৮০ শতাংশ লোক বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছে মোবাইলের মাধ্যমে ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
Discussion about this post