অনলাইন ডেস্ক
মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রাইবারদের জন্য ট্রান্সক্রাইব নামের নতুন একটি ফিচার এনেছে মাইক্রোসফট। মাইক্রোসফট ওয়ার্ডের ওয়েব অ্যাপে যুক্ত এই ফিচার দিয়ে রেকর্ডিং থেকে স্বয়ংক্রিয়ভাবে টেক্সট তৈরি হবে। সরাসরি কম্পিউটারের মাইক্রোফোন অন করেও ট্রান্সক্রাইব করা যাবে।
ফলে সাংবাদিকরা সাক্ষাৎকার নিতে গেলে বা রেকর্ডিং শুনে লেখার সময় বাড়তি সুবিধা পাবেন। ক্লাস নোট নেওয়ার সময় শিক্ষার্থীরাও ফিচারটি ব্যবহার করতে পারবেন।
একটি অডিও ফাইল অনেকের কণ্ঠ থাকলেও সমস্যা নেই। একসঙ্গে অনেকের কণ্ঠ শনাক্ত করতে পারবে স্মার্ট ফিচারটি।
ইংরেজি ভাষায় এমপি থ্রি, ওয়াভ, এম৪এ ও এমপি৪ ফরম্যাটের রেকর্ডিং ফাইল সাপোর্ট করবে ফিচারটি। প্রতি মাসে শুধু ৫ ঘণ্টা দৈর্ঘ্যের রেকর্ডিং আপলোড করা যাবে। তবে প্রতিটি ফাইলের সাইজ ২০০ মেগাবাইটের মধ্যে রাখতে হবে।
এখন থেকে মাইক্রোসফট ৩৬৫ সাবস্ক্রাইবাররা নিউ মাইক্রোসফট এজ ও ক্রোম ব্রাউজার থেকে ফিচারটি ব্যবহার করতে পারবেন। বছর শেষে আইওএস ও অ্যান্ড্রয়েডে অ্যাপেও ফিচারটি উন্মুক্ত করা হবে।
Discussion about this post