অনলাইন ডেস্ক
হোয়াটসঅ্যাপের মতো বিকল্প একটি সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ আনছে সৌদি আরব। মোবাইলের পাশাপাশি অ্যাপটি ডেস্কটপেও ব্যবহার করা যাবে।
অ্যাপটি তৈরি করছে কিং আব্দুল আজিজ সিটি ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএসিএসটি)। আগামী এক বছরের মধ্যে অ্যাপটি উন্মোচন করা সম্ভব হবে বলে জানিয়েছেন কেএসিএসটি পরিচালক বাসিল আল-ওমর।
নাগরিকদের তথ্য সুরক্ষায় এই উদ্যোগ নেয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘আমাদের দেশে যত অ্যাপ আছে সব বাইরের সার্ভারে যুক্ত। নিয়ন্ত্রণও করে বিদেশি প্রতিষ্ঠান। যার কারণে অনেক সমস্যা হতে পারে। আমরা যেটি তৈরি করছি তাতে নাগরিকদের কোনো বিপদ থাকবে না।’
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব এই মুহূর্তে সাধারণ ব্যবহারকারীদের টার্গেট করছে না। শুরুর দিকে বিভিন্ন কোম্পানি, প্রতিষ্ঠানের জন্য অ্যাপটি উন্মুক্ত করা হবে, যার মাধ্যমে কর্মকর্তারা নিরাপদে ফাইল পাঠানো থেকে শুরু করে চ্যাটিং করতে পারবেন। নির্মাতাদের দাবি, এখনকার সময়ের অ্যাপগুলোতে যে অ্যালগরিদম ব্যবহার করা হয়, বিকল্প অ্যাপে তার চেয়ে উন্নত কিছু থাকবে।
Discussion about this post