নিউজ ডেস্ক
“বিশ্বের উন্নত দেশগুলো যেখানে নাজেহাল, অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে গেছে, সেই মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি একটি শক্তিশালী ভিত্তির ওপর দাঁড়িয়ে সচল গতিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে; ডিজিটাল বাংলাদেশের কল্যাণে”
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) অনলাইনে সংযুক্ত হয়ে রংপুরের পীরগঞ্জে শেখ কামাল আইটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ এর ব্রেইন চাইল্ড এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে একদিকে যেমন বেকারত্ব দূর হবে, একইসাথে তথ্যপ্রযুক্তিতে বৈদেশিক মুদ্রা অর্জনে একরকম উল্লম্ফন সৃষ্টি হবে। মূলত এস.এস.সি ও এইচ.এস.সি পর্যায়ে ছাত্র-ছাত্রীদের আইটিতে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার মাধ্যমে মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে এই প্রকল্প গৃহীত হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করে একাডেমিয়া এবং আইটি ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন প্রতিষ্ঠা করা হবে এই প্রকল্পের মাধ্যমে। ফলে আইটি/আইটিইএস খাতে বাংলাদেশের যুব সমাজের আত্ম-কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরো বলেন, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের বিভিন্ন প্রকল্প ও কর্মসূচির মাধ্যমে ২০২০ সালের জুন পর্যন্ত ১৬,০০০ জনকে আইটির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং ১৩ হাজারের অধিক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার চট্টগ্রামে সফটওয়্যার টেকনোলজি পার্ক, শেখ হাসিনা ইন্সটিটিউট অব ফ্রন্টিয়ার টেকনোলজি এবং আরো ১১টি জেলায় শেখ কামাল আইটি ইনকিউবেটর ও ট্রেনিং সেন্টার স্থাপনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় আইটি ইনকিউবেশন ও ট্রেনিং সেন্টার স্থাপন করা হবে।
রংপুর জেলা প্রশাসক জনাব মো. আসিব আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম; রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল ওয়াহাব ভূঞা; ‘শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন’ প্রকল্পের প্রকল্প পারিচালক (যুগ্মসচিব) মোঃ মোস্তফা কামাল, রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার; বাংলাদেশ আওয়ামীলীগের রংপুর জেলা শাখার সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ; সাধারন সম্পাদক এ্যাডভোকট রেজাউল করিম রাজু; সহ সভাপতি জনাব এ,কে,এম ছায়াদত হোসেন বকুল; পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান জনাব নূর মোহাম্মদ মন্ডল; পীরগঞ্জ উপজেলা শাখা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা; পীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ তাজিমুল ইসলাম শামীম ও প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক আবু রাফা মো: আরিফ এবং বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
Discussion about this post