নিউজ ডেস্ক
নিজেদের একটি ডিজিটাল কারেন্সি ও অপারেটিং সিস্টেম তৈরিতে তরুণদের প্রযুক্তি প্রকৌশলীদের উদ্বুদ্ধ করতে সিটিও ফোরামকে আহ্বান জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
বৃহস্পতিবার রাতে ভার্চুয়াল আয়োজনে সিটিও ফোরাম বাংলাদেশ ইনোভেশন সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান তিনি।
জুনাইদ আহমেদ পলক বলেছেন, আমাদের অন্তত একটি স্মার্টফোন অপারেটিং সিস্টেম থাকা দরকার। ক্লাউড প্লাটফর্ম ব্যবহার করে, এই সুযোগটি কাজে লাগিয়ে ইউটিউব, নেটফ্লিক্সের মতো ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম তৈরির মাধ্যমে আমাদেরকে আত্ম নির্ভরশীল বাংলাদেশের দিকে যেতে হবে।
বক্তব্যে মায়ের অ্যাপ ভিত্তিক কলিং প্লাটফর্মের মতো ডিজিটাল মাধ্যম ব্যবহারে অনুরক্তের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী।
সিটিও ফোরাম সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আইসিটি সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম।
বাংলাদেশ সরকারের তথ্যপ্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব এবং সিটিও ফোরাম বাংলাদেশের সহ-সভাপতি বিকর্ণ কুমার ঘোষের সঞ্চালনায় উদ্বোধনী আয়োজনে অডিও ভিজুয়াল উপস্থাপনার মাধ্যমে ইনোভেশন সেন্টারের কার্যক্রম তুলে ধরেন সি টি ও ফোরামে যুগ্ম সচিব এবং ইউসিবিএল ব্যাংক-এর ডিএমডি আবদুল্লাহ আল মামুন।
যুক্তরাষ্ট্র থেকে সংযুক্ত ছিলেন আমাজন ওয়েব সার্ভিস-এর এশিয়া প্যাসেফিক সলিউশন আর্কিটেক্ট ডিপার্টমেন্ট প্রধান মাহাদি উজ জামান।সমাপনী বক্তব্য দেন পূবালী ব্যাংকের সিওও মোহাম্মাদ আলী।
Discussion about this post