অনলাইন ডেস্ক
ভারতকে টুজি মুক্ত করতে অল্প দামে ফাইভজি ফোন বাজারে আনছে রিলায়েন্স জিও। রিলায়েন্সের জানায়, আগামী কয়েক বছরের মধ্যে জিও ফোন ফাইভজি এর হাত ধরে ভারতে ‘টুজি মুক্ত’ হতে চলেছে।
সংবাদ সংস্থা পিটিআই জানায়, প্রাথমিকভাবে মাত্র ৫,০০০ টাকা বা তার চেয়েও কম অর্থের বিনিময়ে জিও-র ফাইভজি স্মার্টফোন কেনা যাবে। তবে বিক্রি বাড়ার সাথে সাথে এর মূল্য আরও কমবে বলেই রিলায়েন্সের একাধিক কর্মকর্তার দাবী। এমনকি ফোনগুলির দাম ২,৫০০ টাকা থেকে ৩,০০০ টাকাও রাখা হতে পারে বলে জানা গেছে। এক্ষেত্রে জিও মূলত ভারতের বিপুল সংখ্যক টুজি পরিষেবা ব্যবকারকারী জনতাকেই নিশানা করছে।
ভারতে প্রায় ২০ কোটিরও বেশী মানুষ টুজি পরিষেবার আওতায় রয়েছেন। যেখানে সাশ্রয়ী মূল্যের বিনিময়ে হাইস্পিড ফোরজি পরিষেবা সহজলভ্য, সেখানে এই বিপুল সংখ্যক টুজি ব্যবহারকারীকে আরো উন্নত প্রযুক্তি দিতে রিলায়েন্স বদ্ধপরিকর। নিজেদের ৪৩তম বার্ষিক অধিবেশনে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানী তাই ‘টুজি মুক্ত ভারত’ গড়ে তোলার ডাক দিয়েছিলেন।
Discussion about this post