অনলাইন ডেস্ক
এতদিন শুধু আইওএস ও অ্যানড্রয়েড মোবাইল থেকেই হোয়াটসঅ্যাপের ভয়েস ও ভিডিও কল করা যেত। তবে এবার ডেস্কটপ বা ল্যাপটপ থেকেও ভিডিও কল করা যাবে হোয়াটসঅ্যাপে। এমনই একটি নতুন ফিচার নিয়ে আসছে ফেসবুক মালিকানাধীন কোম্পানিটি।
এখনো পরীক্ষামূলক অবস্থায় আছে ফিচারটি। সব ব্যবহারকারীদের জন্য এ মুহূর্তে ফিচারটি উন্মুক্ত না হলেও ফিচারটির দেখা মিলছে হোয়াটসঅ্যাপ ওয়েব ২.২০৪৩.৭ সংস্করণে।
ডব্লিউএবিটাইনফো জানিয়েছে, পরীক্ষামূলক ভাবে ওয়েব ক্লায়েন্ট ব্যবহার করে যে কোন ব্রাউজার থেকে ভয়েস ও ভিডিও কল করার সুযোগ দিতে শুরু করেছে হোয়াটসঅ্যাপ।
এক্ষেত্রে ইনকামিং কলে পপ আপ নোটিফিকেশনও দেখা যাবে। থাকছে কল গ্রহণ অথবা কেটে দেওয়ার অপশন। আউটগোয়িং কলে ভেসে উঠবে পৃথক একটি স্ক্রিন। সেখানে কল শেষ করা ও মাইক্রোফোন মিউট করার জন্য থাকছে একটি বাটন।
Discussion about this post