২০/১০/২০২০খ্রি. বাংলাদেশের বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সম্মানিত সদস্য ও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের পরিচালক প্রফেসর ড. মোঃ সাজ্জাদ হোসেন বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্র পরিদর্শন করেন।
এসময় প্রফেসর সাজ্জাদ সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রটি রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলায় অবস্থিত এবং এটি দেশের প্রথম ভূ-উপগ্রহ কেন্দ্র। তৎকালীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৪ জুন ১৯৭৫ খ্রি: বেতবুনিয়া ভূ-উপগ্রহ উদ্বোধন করেন। বর্তমানে উক্ত কেন্দ্রের মাধ্যমে সৌদি আরব, সিঙ্গাপুর, হংকং, ওমান, পাকিস্তান, কুয়েত, কাতার, বাহরাইন, জাপান, সংযুক্ত আরব আমিরাত ও মুম্বাই অর্থাৎ মোট ১১ টি দেশের সাথে টেলিফোন ডাটা কমিউনিকেশন, ফ্যাক্ম, টেলেক্ম ইত্যাদি আদান-প্রদান করা হয়। প্রায় ৩৫,৯০০ কি.মি. বা ২২,৩০০ মাইল উর্ধ্বাকাশে অবস্থিত কৃত্রিম উপগ্রহের মাধ্যমে শক্তিশালী এন্টেনার দ্বারা বার্তা/তথ্য আদান-প্রদানের কাজ সম্পাদিত হয়।
Discussion about this post