নিউজ ডেস্ক
স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আগেই গ্রামীণফোন তার প্রতিটি বিটিএস ৪জি নেটওয়ার্কে রূপান্তরিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার (১৬ ডিসেম্বর) নগদ-গ্রামীণফোন আয়োজিত এক ভার্চুয়াল বৈঠকে এই প্রত্যাশার কথা তুলে ধরেন মন্ত্রী। তার প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতি দিয়ে ইয়াসির আজমান বলেন, আগামী ২৬ মার্চের আগে গ্রামীণফোনের সবকয়টি বিটিএস ৪জিতে রূপান্তর হবে।
এসময় ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন, বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, বাংলাদেশ ডাক অধিদপ্তরের মহাপরিচালক মো. সিরাজ উদ্দিন, ডাক বিভাগের ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর ব্যাবস্থাপনা পরিচালক জনাব তানভীর এ মিশুক এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব ইয়াসির আজমান অনুষ্ঠানে সংযুক্ত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বিটিআরসি’র নব নিযুক্ত চেয়ারম্যান ও দুই মহাপরিচালককে উদ্দেশ্য করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী আরো বলেন, ‘বাংলাদেশ কিন্তু আপনাদের ওপর নির্ভর করে। বাংলাদেশের আগামী দিনের পথ চলা, ডিজিটাল রূপান্তরের চূড়ান্ত রূপ, এর জন্য মহাসড়কটা আপনারাই তৈরি করেন।’
Discussion about this post