অনলাইন ডেস্ক
২০২০ সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে সর্বশেষ ক্যামেরা ফোন ক্যামন ১৬ সিরিজ চালু করেছে টেকনো। এই সিরিজের প্রধান আকর্ষণীয় ফিচারগুলোর একটি হলো ট্রেডমার্কযুক্ত টাইভস প্রযুক্তি। টাইভস ল্যাব প্রযুক্তির অন্যতম নজরকাড়া সুবিধা হলো ছবি তোলার ক্ষেত্রে বিশেষত রাতে ও কম আলোতে দুর্দান্ত এবং অভূতপূর্ব ভিজ্যুয়াল অভিজ্ঞতা দিবে।
টাইভস প্রযুক্তি বলতে মূলত টেকনো এআই ভিশন অপটিমাইজেশন সলিউশনকে বোঝায়। এটি এমন এক উন্নত সিগন্যাল প্রসেসিং প্রযুক্তি যা লাখ লাখ ডেটা পয়েন্টের উপর ভিত্তিতে এআই মাল্টি-ফ্রেমেড, পোট্রেট সেগমেন্টেশনের মাধ্যমে মূল ডেটার ব্যাখ্যা করে থাকে। এর নাইট ফটোগ্রাফি ইফেক্ট ছবিকে আরও ভালোভাবে ফিল্টার করতে পারে এবং ইমেজ ক্লিয়ারিটি অপটিমাইজ করতে পারে। টাইভস প্রযুক্তি সিভিপিআর ২০২০ এলআইপি গ্লোবাল প্রতিযোগিতায় ডার্ক কমপ্লেক্সশন সেগমেন্টেশন ট্র্যাক বিজয়ী হয়েছে খুব বেশি দিন হয়নি।
টেকনো ল্যাব প্ল্যাটফর্মে ফটোগ্রাফির প্রধান প্রযুক্তিগুলো নিয়ে গবেষণা ও পরীক্ষা চালিয়ে যাচ্ছে। এক্ষেত্রে যাতে তারা আরও নিগূঢ় প্রযুক্তিগত অগ্রগতি অর্জন করতে পারে। স্মার্টফোন ব্যবহারকারীদের আরও বাস্তবধর্মী ভিডিও রেকর্ড ও ছবি তোলার সুবিধা দিতে টেকনোর গবেষণা কেন্দ্রগুলো একাধিক ভিজ্যুয়াল অ্যালগরিদম সমর্থিত লাখ লাখ ডিপ লার্নিং অ্যালগরিদম নিয়ে কাজ করছে।
টেকনো ক্যামন ১৬ প্রিমিয়ার ছবি তোলার ক্ষেত্রে অধিকতর ভালো ফিল্টার এবং ইমেজ ক্লিয়ারিটি অপটিমাইজ করতে পারে। নাইট-টাইম ফটোগ্রাফি সক্ষমতা বাড়ানোর জন্য এতে আল্ট্রা ক্লিয়ার ৪৮ এমপি ফ্রন্ট ক্যামেরা এবং ৬৪এমপি রিয়ার ক্যামেরা যুক্ত করা হয়েছে।
Discussion about this post