প্রযুক্তি ডেস্ক
আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, ব্যক্তিগত কম্পিউটার ব্যবসার জন্য ২০২০ সাল ছিলো অন্যতম সেরা বছর। ইন্টেলের চতুর্থ প্রান্তিকের প্রতিবেদনে বিষয়টির আরও নিশ্চয়তা পাওয়া গেছে। আগের বছরের তুলনায় ২০২০ সালে ইন্টেলের পিসি ব্যবসায় ৩৩ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শুধুমাত্র নোটবুক ব্যবসায়েরই আয় বেড়েছে ৩০ শতাংশ। চতুর্থ প্রান্তিকে ইন্টেলের ক্লায়েন্ট কম্পিউটিং গ্রুপ ১০ দশমিক ৯ বিলিয়ন ডলার আয় করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ বেশি।
আর এই সফলতার পিছনে কাজ করেছে ইন্টেলের সস্তা নোটবুক। চলমান কোভিড-১৯ মহামারিতে ইন্টেল নোটবুকের দাম কমেছে প্রায় ১৫ শতাংশ, তাই গ্রাহকরাও সেটি লুফে নিয়েছেন।
পিসি ব্যবসার পাশাপাশি ইন্টেলের মোবাইলআই সেলফ-ড্রাইভিং টেকনোলজি ডিভিশনের আয়ও বেড়েছে ৩৯ শতাংশ। যার মাধ্যমে অক্টোবরেই প্রত্যাশিত ২ দশমিক ৬ বিলিয়ন ডলার আয় ছাড়িয়ে গেছে। চতুর্থ প্রান্তিকে কোম্পানির মোট আয় হয়েছে ২০ বিলিয়ন ডলার, যার মধ্যে লাভ রয়েছে ৫ দশমিক ৯ বিলিয়ন ডলার।
Discussion about this post