প্রযুক্তি ডেস্ক
কয়েক মাস আগে ভারত সরকার আড়াই’শ এর অধিক মোবাইল অ্যাপ নিষিদ্ধ করে। ডেটা সংগ্রহ ও গ্রাহকদের গোপনীয়তা ভঙ্গের অভিযোগের এসব অ্যাপ নিষিদ্ধ করা হয়। এর মধ্যে জনপ্রিয় অ্যাপ যেমন টিকটক, উইচ্যাট, বাইদু, আলিবাবার প্রধান ব্রাউজার ইউসি ব্রাউজার, একাধিক শাওমি সম্পর্কিত অ্যাপ অনেক গেম রয়েছে।
মঙ্গলবার দেশটি স্থায়ীভাবে ৫৯টি অ্যাপ নিষিদ্ধ করে। সরকারের অভিযোগের বিষয়ে কোম্পানিগুলোর প্রতিনিধিরা কোনো সদুত্তর দিতে না পারায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
আইটি অ্যাক্টের সেকশন ৬৯এ এর ধারায় এই স্থায়ী নিষিদ্ধের ঘোষণা এসেছে। যদিও প্রতিবন্ধকতা তৈরি করা হলেও এখনও ভারতের ব্যবহারকারীরা কিছু অ্যাপ ডাউনলোড ও ব্যবহার করতে পারছে। সরকারের পক্ষ থেকে অবশ্য অ্যাপগুলোর তালিকা প্রকাশ করা হয়নি। প্রতিটি কোম্পানিকে আলাদাভাবে নোটিশ প্রদান করা হয়েছিলো
Discussion about this post