প্রযুক্তি ডেস্ক
চীনের ই-কমার্স জায়ান্ট আলিবাবার ক্লাউড কম্পিউটিং ইউনিট আলিবাবা ক্লাউড প্রথমবারের মতো ডিসেম্বর প্রান্তিকে লাভজনক অবস্থানে এসেছে। কোম্পানির সর্বশেষ আর্থিক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
২০০৯ সালে ব্যবসায় শুরু করার পর গত প্রান্তিকে প্রথমবারের মতো পজিটিভ ‘অ্যাডজাস্টেড ইবিআইটিএ’ অর্জন করেছে। কোম্পানি এটিকে মাইলফলক হিসেবে অভিহিত করেছে।
আলিবাবা ক্লাউডে ডেটাবেজ, স্টোরেজ, বিগ ডেটা অ্যানালাইসিস, সিকিউরিটি, মেশিন লার্নিং থেকে শুরু করে আইওটি সেবার সবকিছুই যুক্ত রয়েছে। গত কয়েক বছর ধরে চীনের ক্লাউড অবকাঠামো বাজারে আধিপত্য বিস্তার করছে কোম্পানিটি। বিশ্বব্যাপীও আলিবাবা ক্লাউডের প্রবৃদ্ধি শুরু হয়েছে।
২০১৯ সালে ৯ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে অ্যামাজন ও মাইক্রোসফটের পর অবকাঠামো সেবায় তৃতীয় বৃহত্তম পাবলিক ক্লাউড কোম্পানি হিসেবে স্বীকৃতি পায় আলিবাবা ক্লাউড।
Discussion about this post