অনলাইন ডেস্ক
প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলো যেখানে অনলাইন অ্যাপসে স্বদর্পে নানা ফিচার নিয়ে এগিয়ে যাচ্ছে সেখানে অনেকটাই পিছিয়ে অ্যাডোবির অ্যাক্রোব্যাট সফটওয়্যার। সাম্প্রতিক বছরগুলোতে অ্যাডোবির কিছু অ্যাডভান্সড ফিচার উপভোগ করতে অ্যাক্রোব্যাট ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো। তবে অ্যাক্রোব্যাট ওয়েবের সর্বশেষ আপডেটে সেটি পাল্টেছে কোম্পানিটি।
এখন থেকে অ্যাক্রোব্যাট ওয়েব ব্যবহার করেই পিডিএফে পাসওয়ার্ড যুক্ত করা, একটি পিডিএফকে একাধিক পিডিএফ করা এবং একাধিক পিডিএফকে মার্জ তথা একটি পিডিএফ হিসেবে তৈরি করা সবই সম্ভব হবে। এর আগে এসব ফিচার ব্যবহার করতে ডেস্কটপ অ্যাপ ব্যবহার করতে হতো।
এছাড়া অ্যাক্রোব্যাট সাবস্ক্রিপশনের মাধ্যমে এখন থেকে গ্রাহকরা ওয়েবেই পিডিএফের লেখা ও ছবি পরিবর্তন করতে পারবেন।
ব্রাউজারের অ্যাড্রেস বার থেকেই এসব ফিচার সহজেই পেতে কাজ করেছে অ্যাডোবি। গত জুলাইতে অ্যাক্রোব্যাট ওয়েবের বেশকিছু ফিচার সহজে অ্যাক্সেস করতে গুগলের ডট নিউ ডোমেইন ব্যবহার করা শুরু করে কোম্পানিটি। নতুন আপডেটে একাধিক নতুন শর্টকাট যুক্ত করা হয়েছে, এরমধ্যে একটি পিডিএফ সই করার জন্য ব্যবহার করা যাবে।
বেশ আগেই ফিচারগুলো তৈরি হলেও মান, দ্রুততা বজায় রাখতে অনেকটা সময় নিয়ে ফিচারগুলো উন্নত করা হয়েছে বলে জানিয়েছে অ্যাডোবি। নতুন টুলগুলোর মাধ্যমে গ্রাহকরা অ্যাক্রোব্যাট ওয়েবে সন্তুষ্ট হবেন বলে দাবি করা হয়।
Discussion about this post