শিক্ষার আলো ডেস্ক
ডিজিটাল কনটেন্ট সেবাগ্রহণের মাধ্যমে জীবন বীমা সেবা চালু করলো শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার সেবাদাতা প্রতিষ্ঠান নেটিজেন। গার্ডিয়ান লাইফ ইন্স্যারেন্সের সঙ্গে যৌথ ভাবে গার্ডিয়ান এডুম্যান ইন্স্যুরেন্স নামে এই সেবার উদ্বোধন করেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
বুধবার কক্সবাজার গ্যালাক্সি রিসোর্টে অনুষ্ঠিত নেটিজেনের পার্টনার মিট অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে ভার্চুয়াল মাধ্যমে যোগ দিয়ে এই সেবার উদ্বোধন করেন তিনি। এই সেবার মাধ্যমে নেটিজেনের ‘এ্যডুম্যান’ সফটওয়্যার ব্যবহারকারীদের কারও অভিভাবক মারা গেলে তার শিক্ষা খরচ বহন করবে নেটিজেন আইটি।
এসময় শিগগিরি বিজয় ডিজিটালের পঞ্চম শ্রেণীর কনটেন্ট সমৃদ্ধ ৮ ইঞ্চি মিনি প্যাড অবমুক্তির ঘোষণা দেন নেটিজেন আইটি লিমিটেডের প্রধান নির্বাহী নোভেল রায়হান।
অনুষ্ঠানে বিজয় ডিজিটালের প্রধান নির্বাহী জেসমিন জুই এবং নগদের চিফ অপারেটিং অফিশার আশীষ চক্রবর্তী অনলাইনে সংযুক্ত ছিলেন।
দুই দিনব্যাপী পরিবেশক সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেড়শ’ জন ব্যবসায় প্রতিনিধি অংশ নেন।
Discussion about this post