অনলাইন ডেস্ক
Chordata পর্বের এই বিচিত্র মাছটির নাম – Hand Fish.
এর বৈজ্ঞানিক নাম – Brachionichthys hirsutus (T.N. Gill -১৮৭৮)
এটি একটি বিরল প্রজাতির মাছ যার সামনের দুটি পাখনা হাতের মতো আকৃতি তৈরি করে। দক্ষিন অস্ট্রেলিয়া এবং তাসমানিয়ায় এই মাছটি দেখা যায় এবং পৃথিবীর অন্য কোথাও এটি নাই।
এটি খুবই ছোট মাছ ।মাত্র ১২০ মি.মি. পর্যন্ত লম্বা হয়ে থাকে। এরা সাগরের তলদেশে থাকে এবং ভুমিতে পড়ে থাকা খাবারখেয়ে বেঁচে থাকে। এরা খুব ধীর গতির মাছ এরা সাতার কাটার থেকে ভালো হাটতে পারে হাতের সাহায্যে ।
ল্যাটিন ভাষায় Bracchium মানে হাত আর গ্রিক ভাষায় ichthys মানে মাছ …..তাই এর নাম Hand fish ।
Discussion about this post