অনলাইন ডেস্ক
ভারতে আঘাত হানা ঘূর্ণিঝড়টির নাম হুদহুদ রেখেছেন বিশেষজ্ঞরা। অনেকেই হয়তো জানেন, হুদহুদ একটি পাখির নাম। ইংরেজিতে এদের ডাকা হয় Hoopoe (হুপো বা হুপু) বলে।
এদের বৈজ্ঞানিক নাম Upupa epops।আফ্রিকা, ইউরেশিয়া সহ এশিয়ার বিভিন্ন দেশের এরা বাস করে।বাংলাদেশেও এদের দেখা পাওয়া যায়।
এদেশে এরা মোহনচূড়া ও হুপু নামে পরিচিত।এরা লম্বায় সাধারনত ২৫ – ৩০ সেমি হয়। তবে কিছু ক্ষেত্রে এদের দৈর্ঘ্য ১০০ সেমিরও বেশি হতে পারে।
এরা পিঁপড়া,সিকাডা, ঝিঁঝিঁ পোকা, বিটলসহ বিভিন্ন পোকামাকড় খেয়ে থাকে। হুপু ইজরায়েলের জাতীয় পাখি।
Discussion about this post