অনলাইন ডেস্ক
এই মাছটি বাস করে আমাজন নদীতে।ছোট ও সরু আকারের কারণে এই পরজীবি মাছকে ‘টুথপিক ফিশ’ নামেও ডাকা হয়।
মূলত অন্য মাছের শরীর থেকে ইউরিয়া ও এমোনিয়া শুষে নিয়ে এরা বেঁচে থাকে। আর আপনারা জানেন, মানুষের মূত্র হলো ইউরিয়ার সবচেয়ে প্রাথমিক উৎসগুলোর একটি।
এ কারণে মানুষের মূত্রের প্রতি এদের আকর্ষণ সবচেয়ে বেশি। অনেক দূর থেকে এরা মূত্রের ঘ্রাণ পেয়ে ছুটে আসতে পরে এবং এসেই কামড় বসাবে সেই মূত্রের উৎসে। Candiru মাছ কামড়ানোর পর পুরুষদের
পেনিসে বা নারীদের ইউরেথ্রায় মেজর অপারেশন না চালিয়ে ভিকটিমকে বাঁচানো যায় না।
Discussion about this post