অনলাইন ডেস্ক
মৌমাছির মধু সংগ্রহ ও জমা রাখার কথা সবাই জানলেও মধু জমা রাখা পিঁপড়ার কথা কয়জন
জানেন? মৌমাছি মৌচাকে মধু জমা করে রাখলেও এই পিঁপড়াগুলি নিজের শরীরে মধু জমা রাখে।
পিছনের অংশে বেলুনের মতো ফুলিয়ে তাতে প্রচুর মধু জমিয়ে রাখতে পারে এরা। এই মধু খুবই পুষ্টি সম্পন্ন যা অনেক প্রাণীর খাদ্য জোগান দেয় এমনকি মানুষও এই মধু খেয়ে থাকে।সাধারণত মরুভূমির প্রান্তের এলাকাগুলিতে এই ধরনের পিঁপড়ার বসবাস।দক্ষিণ আফ্রিকা, পশ্চিম আমেরিকা,অস্ট্রেলিয়া, নিউ গায়েনা এসব অঞ্চলে এইপিঁপড়া বেশী দেখতে পাওয়া যায়।
বর্ষাকালে যখন প্রচুর ফুল ফুটে তখন পিঁপড়াগুলি ফুল থেকে মধু সংগ্রহ করে জমা করে রাখে যাতে শীতে বা শুষ্ক মৌসুমে বেঁচে থাকা যায়। এসব এলাকায় বসবাসকারী মানুষ মাটি খুড়ে এই পিঁপড়া বের করে মধু সংগ্রহ ও খেয়ে থাকে।
Discussion about this post