অনলাইন ডেস্ক
এই ব্যাঙ দেখতে খুবই সুন্দর হলেও ভয়ংকর। ব্যাঙ রঙিন মানেই বিষাক্ত। এই বিষ খুবই তীব্র এবং তা থাকে এর ত্বকে।এদের দেহের রঙিন অর্থ সবাই দূরে থাক কাছে এসোনা এই সতর্কবার্তা। এদের “Poison dart frog” বা “poison arrow frog” বলে।এরা Dendrobatidae পরিবারের সদস্য।
পয়জন ডার্ট ফ্রগ আমাজনে বসবাসকারী ব্যাঙদের সেরা প্রতিনিধি। এই ক্ষুদ্রাকৃতির উজ্জ্বল রঙের ব্যাঙকে শিকারিদের দূরে রাখার এক সতর্কবার্তা হিসেবে বিবেচিত। এর বিষ শিকারিরা শিকারের জন্য ব্যবহৃত তীরের মাথায় লাগায়_ এ কারণেই বিষাক্ত প্রাণীটির নাম দেওয়া হয়েছে পয়জন ডার্ট ব্যাঙ। ব্যাঙগুলো আকৃতিতে বেশ ক্ষুদ্র।
সোনালি রঙের পয়জন ডার্ট ব্যাঙ মাত্র দুই ইঞ্চি লম্বা, কিন্তু এর বিষ দশজন শক্ত-সমর্থ মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। এই ব্যাঙের বিষ সংগ্রহ করে তা চিকিৎসার কাজে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে।
অনেকে বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য যথেষ্ট পরিমাণে বিষ সংগ্রহ করারও চেষ্টা করেছে। কিন্তু সম্ভব হয়নি। বেদনানাশক হিসেবে পয়জন ডার্ট ব্যাঙের বিষ থেকে তৈরি ওষুধ আবিষ্কারের কাজ চলছে ধীরে ধীরে।
পয়জন ডার্ট ব্যাঙ তার শিকারকে ধরতে বিষের ব্যবহারটা ভালো করেই জানে। প্রথমে জিহ্বা দিয়ে শিকারকে আটকিয়ে ধরে এবং ধীরে বিষ ঢুকিয়ে দেয় শিকারের বুকে।
Discussion about this post