অনলাইন ডেস্ক
কিনকাজোকে আমাজনের বিস্ময় বললে কম বলা হবে না। আমাজনের যত বিস্ময়কর প্রাণী আছে তাদের একটি কিনকাজো। কিনকাজো আসলে রেকনের মতো।
এই প্রাণীটির আছে সোনালী নরম মোটাসোটা ঘন লোম এবং আরও রয়েছে একটি লম্বা লেজ যা দিয়ে তারা গাছকে শক্ত করে আটকে ধরে রাখতে পারে। এদের মধু ভাল্লুকও বলে। গাছের ডালে এরা বাস করে। সাধারণত ফলমূল খেয়ে বাঁচে। এদের জিহ্বাটি থাকে তাদের শরীরের তুলনায় বেশ লম্বা।
গাছের ঝুলন্ত ফলকে ধরতে এবং ফুলের মধু চাটতে এই ৫ ইঞ্চি লম্বা জিহ্বা তারা ব্যবহার করে। এত বড় জিহ্বা থাকার কারণে এদের সহজেই বনে চিনে নেওয়া যায়। তবে এই পরিচিতি তাদের অস্তিত্বকে আরও সংকটে ফেলে দিয়েছে। শিকারির প্রথম পছন্দের তালিকায় তারা চলে এসেছে। অনেকে গোপনে তাদের সংগ্রহ করে ঘরে ব্যক্তিগত চিড়িয়াখানায় পোষে।
এ কারণেও বন থেকে হারিয়ে যাচ্ছে ক্রমশ। বিস্ময় কিনকাজো পরিবারের সঙ্গে থাকতে বেশি পছন্দ করে। তাদের বাচ্চাদের বুকে জড়িয়ে ছোটাছুটির দৃশ্য ক্যামেরাবন্দী আমাজনের সেরা দৃশ্যগুলোর একটি। অ্যাডভেঞ্চারে আসা ভ্রমণপিপাসুদের প্রধান আকর্ষণও কিনকাজো। বাচ্চা কিনকাজো খুব জনপ্রিয় হয়ে উঠেছে ভ্রমণকারীদের কাছে।
Discussion about this post